TRENDING:

Ranji Trophy: সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক 'ওষুধেই' কাজ হল অভিষেক পোড়েলের

Last Updated:

Ranji Trophy:রঞ্জি ট্রফি সেমিফাইনালে বাংলা প্রথম ইনিংস ৪৩৮ রান করে। দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ২ উইকেটে ৫৬ রান। এখনও ৩৮২ রানে এগিয়ে মনোজ তিওয়ারির দল। দ্বিতীয় দিবে ব্যাট হাতে নজর কাড়লেন অভিষেক পোড়েল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইনদওর: "রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করতে হলে ৬ ঘন্টা ব্যাট করার মত ধৈর্য্য রাখতে হবে। টানা ঘন্টা ছয়েক ব্যাট করতে পারলে সেঞ্চুরি আসবেই।" গত রবিবার দুপুরে সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে কথাগুলি বলছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়কের সেই বক্তব্য গুরুমন্ত্রের মত শুনছিলেন বাংলার উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল। শুধু এটুকুই বক্তব্য নয়, অভিষেককে হাতে ধরে ভুল ত্রুটি শুধরে দিয়েছিলেন মহারাজ। বলেছিলন "গায়ের জোরে শট মারলে চলবে না। টাইমিং-এ জোর দিতে হবে। ঠিকঠাক টাইম করতে পারলে ব্যাটে রান নিশ্চিৎ আসবে। যদি কোন বোলারের বল মারবে বলে ঠিক করে ফেলো তাহলে সেটাই করতে হবে। আচমকা মারার সময় সেখান থেকে সরে আসলে চলবে না। কোনভাবেই ডাবল মাইন্ড যেন না হয়। ভি-তে শট মারতে শেখো। ওই অঞ্চলে কোন বোলার তোমাকে আউট করতে পারবে না।"
অভিষেক পোড়েল
অভিষেক পোড়েল
advertisement

এটা যদি প্রথম দৃশ্য শেষ হয় তাহলে দ্বিতীয় দৃশ্য অবশ্যই বৃহস্পতিবার রঞ্জিত ট্রফির সেমিফাইনালের দ্বিতীয় দিনে ইনদওরে দেখা গেল। হোলকার স্টেডিয়ামে অভিষেক পোড়েলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সৌরভের কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। যার ফলস্বরূপ সাফল্য এল। রঞ্জি ট্রফিতে চলতি মরসুমে প্রথম হাফ সেঞ্চুরি করলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এর আগে বহুবার সেট হয়ে যাবার পরেও আউট হয়েছেন অভিষেক। তবে এদিন আটটি চার সহযোগে একান্ন রানের ইনিংসে অভিষেককে এক মুহূর্তের জন্য নড়বড়ে মনে হয়নি। হয়তো সৌরভের কথা অনুযায়ী সেঞ্চুরিটাও করে ফেলতে পারতেন অভিষেক। যদি না প্রদীপ্ত প্রদীপ্ত প্রামানিকের ভুলে তিনি রান আউট না হতেন। ক্রিজে তিন ঘন্টা সময় কাটিয়ে হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন। আরও কিছুক্ষণ থাকলে হয়তো ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও চলে আসতে পারত।

advertisement

তবে প্রদীপ্তর বোকামির ফলে ৫১-তেই থামতে হয় অভিষেককে। বাংলার উইকেট কিপার ব্যাটারের শট বোলারের হাতে লেগে ফিল্ডারের কাছে যায়। অভিষেক রান নিতে দৌড়ে আসার পর প্রদীপ্ত দোটানায় প্রথমে ননস্ট্রাইকের এন্ড ছেড়ে বেরোয়নি। পরে দুজনেই একই দিকে দৌড়াতে শুরু করেন। শেষ পর্যন্ত প্রদীপ্ত আগে পৌঁছে যাওয়ায় অভিষেক রান আউট হন। এইভাবে রান আউট হয়ে যাওয়ার পর মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা যায় অভিষেক পোড়েলকে।‌ সৌরভের পরামর্শে যেভাবে তিনি ব্যাটিং করছিলেন তাতে আরও বড় রান আসতেই পারত তার ব্যাটে। সেট হয়ে এইভাবে আউট হয়ে যাওয়ার পরে কিছুটা হতাশ হয়ে পড়েন অভিষেক।

advertisement

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি সেমিতে চাপে মধ্যপ্রদেশ, দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ বাংলার হাতে

তবে নিজের এই হাফ সেঞ্চুরির জন্য অবশ্যই সৌরভ স্যারকে কৃতিত্ব দিচ্ছেন ঋদ্ধিমান সাহার উত্তরসূরী এই উইকেটকিপার ব্যাটার। ব্যাটিং করার সময় সৌরভের পরামর্শ প্রতিমুহূর্তে ব্যাক অফ দ্যা মাইন্ডে ছিল বলে জানিয়েছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়কের পরামর্শ যে কাজে লেগেছে তা নিঃসন্দে স্বীকার করে নিচ্ছেন অভিষেক। সৌরভের পরামর্শ মেনে আগামী দিনে একইভাবে ব্যাট করতে চান ঈশান পোড়েলের ভাই অভিষেক।

advertisement

ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস অভিষেককে তাদের স্কোয়াডে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে বলে খবর। ‌ঋষভ পন্থ না থাকায় একজন উইকেটকিপার প্রয়োজন দিল্লি দলের। ‌রঞ্জি ট্রফি সেমিফাইনালে অভিষেকের এদিনের ইনিংস এরপর নিশ্চিতভাবে ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভের নোটবুকে অভিষেকের নাম্বার বাড়ল তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।

বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy: সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক 'ওষুধেই' কাজ হল অভিষেক পোড়েলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল