এটা যদি প্রথম দৃশ্য শেষ হয় তাহলে দ্বিতীয় দৃশ্য অবশ্যই বৃহস্পতিবার রঞ্জিত ট্রফির সেমিফাইনালের দ্বিতীয় দিনে ইনদওরে দেখা গেল। হোলকার স্টেডিয়ামে অভিষেক পোড়েলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সৌরভের কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। যার ফলস্বরূপ সাফল্য এল। রঞ্জি ট্রফিতে চলতি মরসুমে প্রথম হাফ সেঞ্চুরি করলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এর আগে বহুবার সেট হয়ে যাবার পরেও আউট হয়েছেন অভিষেক। তবে এদিন আটটি চার সহযোগে একান্ন রানের ইনিংসে অভিষেককে এক মুহূর্তের জন্য নড়বড়ে মনে হয়নি। হয়তো সৌরভের কথা অনুযায়ী সেঞ্চুরিটাও করে ফেলতে পারতেন অভিষেক। যদি না প্রদীপ্ত প্রদীপ্ত প্রামানিকের ভুলে তিনি রান আউট না হতেন। ক্রিজে তিন ঘন্টা সময় কাটিয়ে হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন। আরও কিছুক্ষণ থাকলে হয়তো ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও চলে আসতে পারত।
advertisement
তবে প্রদীপ্তর বোকামির ফলে ৫১-তেই থামতে হয় অভিষেককে। বাংলার উইকেট কিপার ব্যাটারের শট বোলারের হাতে লেগে ফিল্ডারের কাছে যায়। অভিষেক রান নিতে দৌড়ে আসার পর প্রদীপ্ত দোটানায় প্রথমে ননস্ট্রাইকের এন্ড ছেড়ে বেরোয়নি। পরে দুজনেই একই দিকে দৌড়াতে শুরু করেন। শেষ পর্যন্ত প্রদীপ্ত আগে পৌঁছে যাওয়ায় অভিষেক রান আউট হন। এইভাবে রান আউট হয়ে যাওয়ার পর মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা যায় অভিষেক পোড়েলকে। সৌরভের পরামর্শে যেভাবে তিনি ব্যাটিং করছিলেন তাতে আরও বড় রান আসতেই পারত তার ব্যাটে। সেট হয়ে এইভাবে আউট হয়ে যাওয়ার পরে কিছুটা হতাশ হয়ে পড়েন অভিষেক।
আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি সেমিতে চাপে মধ্যপ্রদেশ, দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ বাংলার হাতে
তবে নিজের এই হাফ সেঞ্চুরির জন্য অবশ্যই সৌরভ স্যারকে কৃতিত্ব দিচ্ছেন ঋদ্ধিমান সাহার উত্তরসূরী এই উইকেটকিপার ব্যাটার। ব্যাটিং করার সময় সৌরভের পরামর্শ প্রতিমুহূর্তে ব্যাক অফ দ্যা মাইন্ডে ছিল বলে জানিয়েছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়কের পরামর্শ যে কাজে লেগেছে তা নিঃসন্দে স্বীকার করে নিচ্ছেন অভিষেক। সৌরভের পরামর্শ মেনে আগামী দিনে একইভাবে ব্যাট করতে চান ঈশান পোড়েলের ভাই অভিষেক।
ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস অভিষেককে তাদের স্কোয়াডে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে বলে খবর। ঋষভ পন্থ না থাকায় একজন উইকেটকিপার প্রয়োজন দিল্লি দলের। রঞ্জি ট্রফি সেমিফাইনালে অভিষেকের এদিনের ইনিংস এরপর নিশ্চিতভাবে ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভের নোটবুকে অভিষেকের নাম্বার বাড়ল তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।