Ranji Trophy: রঞ্জি সেমিতে চাপে মধ্যপ্রদেশ, দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ বাংলার হাতে

Last Updated:

Ranji Trophy: রঞ্জি ট্রফি সেমিফাইনালে বাংলা প্রথম ইনিংস ৪৩৮ রান করে। দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ২ উইকেটে ৫৬ রান। এখনও ৩৮২ রানে এগিয়ে মনোজ তিওয়ারির দল।

বাংলা ক্রিকেট দল
বাংলা ক্রিকেট দল
ইনদওর: রঞ্জি ট্রফি সেমিফাইনালে দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ বাংলার হাতে। বাংলার প্রথম ইনিংসে ৪৩৮ রান তাড়া করতে নেমে দিনের শেষে মধ্যপ্রদেশের রান ২ উইকেটে ৫৬। আকাশ এবং ঈশানের দাপটে মধ্যপ্রদেশের দুই ওপেনার ফিরে গেছেন। প্রথম ইনিংসে বাংলার থেকে এখনও ৩৮২ রানে পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশ। ম্যাচের তৃতীয় দিনে সকাল বেলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটি দলের কাছেই। সেখানেই নির্ধারিত হতে পারে ম্যাচের রাশ থাকবে কার হাতে।
দ্বিতীয় দিনের খেলার শেষে বাংলা দলের সহকারী সৌরশিস লাহিড়ী বলেন,"৪৩৮ রান ভালো স্কোর যে কোনও উইকেটে। আরো রান হতেই পারত। তবে আমাদের বোলাররা ভালো। আশা করি তৃতীয় দিন সকালটা কাজে লাগাতে পারবে। বিপক্ষে ভালো ব্যাটসম্যান রয়েছে। তবে দুই ওপেনার ইতি মধ্যেই ফিরে গিয়েছে। দুজনেই এবার রানের মধ্যে ছিল তাই এটা আমাদের জন্য ভাল। তবে বোলারদের আরো ভালো করতে হবে।"
advertisement
দ্বিতীয় দিনের খেলার শেষে আত্মবিশ্বাসের সুর বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার গলাতেও। তিনি বলেন,"আমরা আত্মবিশ্বাসী। তবে আমাদের আরো পরিশ্রম করতে হবে। রান আরও হতে পারত। আকাশ খুব ভালো ব্যাট করছিল। রান আউট না হলে আমরা ৫০০ প্লাস রান করতাম। আশা করি বোলাররা নিজেদের দায়িত্ব পালন করবে। আমরা নিশ্চিত যে তৃতীয় দিনের খেলাতেও আমরা খুব ভালো করব"।
advertisement
advertisement
এদিন প্রথম দিন চার উইকেটে ৩০৭ রানের স্কোর থেকে দ্বিতীয় দিন চা বিরতির আগে অল আউট হয়ে যায় বাংলা। দ্বিতীয় দিন ১৩১ রানে ছয় উইকেট হারাল মনোজ তিওয়ারির দল। দিনের শুরুতে শাহাবাজ আহমেদ ১৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর খেলার হাল ধরেন অধিনায়ক মনোজ এবং অভিষেক পোড়েল। লাঞ্চ হওয়া পর্যন্ত ৩৯১ রান স্কোরবোর্ডে তুলে নেয় বাংলা। কিন্তু মধ্যাহ্নভোজের পরই ৪২ রানে আউট হন মনোজ। স্লিপে কার্তিকায়নের বলে ধরা পড়েন বাংলার অধিনায়ক। মরসুমের প্রথম হাফ সেঞ্চুরি করেন অভিষেক পোড়েল। কিন্তু প্রদীপ্ত প্রামাণিকের ভুলে রান আউট হন অভিষেক। এরপরই ব্যাটিং অর্ডারে ধস নামে বাংলার। ৪০১ রানের ছয় উইকেট থেকে ৪৩৮ অল আউট হয়ে যায় কোচ লক্ষ্মীরতন শুক্লার দল।
advertisement
প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে শুরুটা ঠান্ডা মাথায় করলেও বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ গহন মধ্যপ্রদেশের দুই ওপেনার। মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, আকাশ দীপরা আঁটোসাটো বোলিং করেন। ২৭ রানে প্রথম উইকেট পড়ে মধ্যপ্রদেশের। যশ দুবে ১২ রান করে আকাশ দীপের বলে আউট হন। ৪৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ২৩ করে ঈশান পোড়েলের বলে আউট হন হিমাংশু মন্ত্রী। তৃতীয় দিনের সকালে উইকেট নিতে পারলেও ম্যাচে ড্রাইভার সিটে থাকবে বাংলা দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy: রঞ্জি সেমিতে চাপে মধ্যপ্রদেশ, দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ বাংলার হাতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement