Ranji Trophy: রঞ্জি সেমিতে চাপে মধ্যপ্রদেশ, দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ বাংলার হাতে
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Ranji Trophy: রঞ্জি ট্রফি সেমিফাইনালে বাংলা প্রথম ইনিংস ৪৩৮ রান করে। দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ২ উইকেটে ৫৬ রান। এখনও ৩৮২ রানে এগিয়ে মনোজ তিওয়ারির দল।
ইনদওর: রঞ্জি ট্রফি সেমিফাইনালে দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ বাংলার হাতে। বাংলার প্রথম ইনিংসে ৪৩৮ রান তাড়া করতে নেমে দিনের শেষে মধ্যপ্রদেশের রান ২ উইকেটে ৫৬। আকাশ এবং ঈশানের দাপটে মধ্যপ্রদেশের দুই ওপেনার ফিরে গেছেন। প্রথম ইনিংসে বাংলার থেকে এখনও ৩৮২ রানে পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশ। ম্যাচের তৃতীয় দিনে সকাল বেলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটি দলের কাছেই। সেখানেই নির্ধারিত হতে পারে ম্যাচের রাশ থাকবে কার হাতে।
দ্বিতীয় দিনের খেলার শেষে বাংলা দলের সহকারী সৌরশিস লাহিড়ী বলেন,"৪৩৮ রান ভালো স্কোর যে কোনও উইকেটে। আরো রান হতেই পারত। তবে আমাদের বোলাররা ভালো। আশা করি তৃতীয় দিন সকালটা কাজে লাগাতে পারবে। বিপক্ষে ভালো ব্যাটসম্যান রয়েছে। তবে দুই ওপেনার ইতি মধ্যেই ফিরে গিয়েছে। দুজনেই এবার রানের মধ্যে ছিল তাই এটা আমাদের জন্য ভাল। তবে বোলারদের আরো ভালো করতে হবে।"
advertisement
দ্বিতীয় দিনের খেলার শেষে আত্মবিশ্বাসের সুর বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার গলাতেও। তিনি বলেন,"আমরা আত্মবিশ্বাসী। তবে আমাদের আরো পরিশ্রম করতে হবে। রান আরও হতে পারত। আকাশ খুব ভালো ব্যাট করছিল। রান আউট না হলে আমরা ৫০০ প্লাস রান করতাম। আশা করি বোলাররা নিজেদের দায়িত্ব পালন করবে। আমরা নিশ্চিত যে তৃতীয় দিনের খেলাতেও আমরা খুব ভালো করব"।
advertisement
advertisement
এদিন প্রথম দিন চার উইকেটে ৩০৭ রানের স্কোর থেকে দ্বিতীয় দিন চা বিরতির আগে অল আউট হয়ে যায় বাংলা। দ্বিতীয় দিন ১৩১ রানে ছয় উইকেট হারাল মনোজ তিওয়ারির দল। দিনের শুরুতে শাহাবাজ আহমেদ ১৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর খেলার হাল ধরেন অধিনায়ক মনোজ এবং অভিষেক পোড়েল। লাঞ্চ হওয়া পর্যন্ত ৩৯১ রান স্কোরবোর্ডে তুলে নেয় বাংলা। কিন্তু মধ্যাহ্নভোজের পরই ৪২ রানে আউট হন মনোজ। স্লিপে কার্তিকায়নের বলে ধরা পড়েন বাংলার অধিনায়ক। মরসুমের প্রথম হাফ সেঞ্চুরি করেন অভিষেক পোড়েল। কিন্তু প্রদীপ্ত প্রামাণিকের ভুলে রান আউট হন অভিষেক। এরপরই ব্যাটিং অর্ডারে ধস নামে বাংলার। ৪০১ রানের ছয় উইকেট থেকে ৪৩৮ অল আউট হয়ে যায় কোচ লক্ষ্মীরতন শুক্লার দল।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS 1st Test: নাগপুরে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন, পেছনে ফেললেন কুম্বলে-কপিলদের
প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে শুরুটা ঠান্ডা মাথায় করলেও বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ গহন মধ্যপ্রদেশের দুই ওপেনার। মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, আকাশ দীপরা আঁটোসাটো বোলিং করেন। ২৭ রানে প্রথম উইকেট পড়ে মধ্যপ্রদেশের। যশ দুবে ১২ রান করে আকাশ দীপের বলে আউট হন। ৪৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ২৩ করে ঈশান পোড়েলের বলে আউট হন হিমাংশু মন্ত্রী। তৃতীয় দিনের সকালে উইকেট নিতে পারলেও ম্যাচে ড্রাইভার সিটে থাকবে বাংলা দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 5:56 PM IST