TRENDING:

Ranji Trophy Final: ‘আসুন সমর্থন করুন, বাংলার জন্য গলা ফাটান’ রঞ্জি ফাইনালে ইডেনে প্রবেশ ফ্রি

Last Updated:

Ranji Trophy Final: ইডেন গার্ডেন্সের বি,সি,কে এবং এল ব্লক খোলা থাকছে সর্বসাধারণের জন্য। কোন রকমের প্রবেশমূল্য ছাড়াই দর্শক ৫ দিন ফাইনাল দেখতে পারবেন। বি এবং সি ব্লকের জন্য ৩ ও ৪ নম্বর গেট আর কে এবং এল ব্লকের জন্য ১৪ ও ১৭ নম্বর গেট খোলা থাকছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঘরের মাঠে ফের রঞ্জি জয়ের হাতছানি বাংলার সামনে। এই নিয়ে ১৫ বার রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে বাংলা দল। মুম্বইয়ের পর সব থেকে বেশি ফাইনাল খেলার নজির দিল্লির সঙ্গে যৌথভাবে বাংলার। দিল্লিও পনেরো বার ফাইনাল খেলেছে। এর আগে ১৪ বার ফাইনাল খেলে মাত্র দুবার চ্যাম্পিয়ন হতে পেরেছে বাংলা দল। ১২ বার রানার্স হয়েছে। বাংলা যে দু'বছর চ্যাম্পিয়ন হয়েছে সেই দুটি রঞ্জি ফাইনাল খেলা হয়েছিল ইডেনে।
ইডেন গার্ডেন্সে রঞ্জি ফাইনাল দেখুন বিনে পয়সায়...
ইডেন গার্ডেন্সে রঞ্জি ফাইনাল দেখুন বিনে পয়সায়...
advertisement

স্বাধীনতার আগে ১৯৩৮-৩৯ মরশুমে প্রথমবার আর ১৯৮৯-৯০ সালে দ্বিতীয়বার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৩২ বছর আগে শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকে তিনবার ফাইনাল খেললেও ট্রফি ঘরে আনতে পারেনি বাংলা দল। ‌এবার তাই ট্রফি খরা কাটানোর পালা। শেষ চার পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে রঞ্জি‌ ট্রফিতে ভালো খেলছে বাংলা দল। তবে তিন বছর আগে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে তাদের ঘরের মাঠে রাজকোটে হারতে হয়েছিল অল্প রানে। তাই এবার সেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে বদলার ম্যাচ বাংলার।

advertisement

আরও পড়ুন -  WPL Auction 2023: ধামাকা নিলামে দমদার দাম স্মৃতির, একসঙ্গে দেখছিলেন সতীর্থরা, তারপর যা হল ভাইরাল ভিডিও

৩২ বছর আগে শেষবার বাংলা যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন ইডেনে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। এবারও তাই ঘরের মাঠে বাংলাকে চ্যাম্পিয়ন করাতে সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা নিল সিএবি। বিনামূল্যে রঞ্জি ম্যাচ দেখানোর সিদ্ধান্ত। ইডেন গার্ডেন্সের বি,সি,কে এবং এল ব্লক খোলা থাকছে সর্বসাধারণের জন্য। কোন রকমের প্রবেশমূল্য ছাড়াই দর্শক ৫ দিন ফাইনাল দেখতে পারবেন।

advertisement

আরও পড়ুন -  Maut Ka Kuan: মুক্তাই চণ্ডী মেলায় মত কা কুয়ার-সময় মারাত্মক দুর্ঘটনা, তারপর...

বি এবং সি ব্লকের জন্য ৩ ও ৪ নম্বর গেট আর কে এবং এল ব্লকের জন্য ১৪ ও ১৭ নম্বর গেট খোলা থাকছে। প্রাক্তন খেলোয়াড়দের জন্য বক্সের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সমস্ত কর্তা এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং সমস্ত প্রাক্তন এবং বর্তমান খেলোয়ারদের জন্য ক্লাব হাউসের ব্যবস্থা করা হচ্ছে। স্কুল-কলেজের পড়ুয়াদের খেলা দেখতে নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা করছে সিএবি। আসলে ম্যাচের শুরুতে থেকেই যাতে হোম অ্যাডভান্টেজ গ্যালারি থেকে মনোজ তিওয়ারিরা পান সেই ব্যবস্থাই তৈরি করে রাখছেন সিএবি কর্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

ERON ROY BURMAN

বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy Final: ‘আসুন সমর্থন করুন, বাংলার জন্য গলা ফাটান’ রঞ্জি ফাইনালে ইডেনে প্রবেশ ফ্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল