TRENDING:

Ranji Trophy: সন্তানের শব সবচেয়ে ভারী, কন্যাসন্তানের শেষকৃত্য করে রনজিতে শতরান বিষ্ণু সোলাঙ্কি

Last Updated:

দিন কয়েক আগে তাঁর সদ্যোজাত কন্যাসন্তানের মৃত্যু হয়েছে৷ তিনি মেয়ের অন্তিম সংস্কারের পর দলের সঙ্গে রনজি ট্রফিতে (Ranji Trophy) যোগ দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রনজি ট্রফি  (Ranji Trophy)  বরোদা বনাম চন্ডিগড় ম্যাচে বরোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি ( Vishnu Solanki) যা করলেন তাকে কোনও শব্দে বর্ণনা দেওয়াই যথেষ্ট নয়৷ মানে যে শব্দচয়ন করেই তাঁর দলের জন্য করা শতরানকে বিবরণ দেওয়া হোক সবই ফিকে হয়ে যাবে৷ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া অবধি তিনি ১৩১ রানে অপরাজিত ছিলেন৷ তাঁর এই ইনিংসের দমে বরোদা দল ৪০০ রানের কাছে পৌঁছে গিয়েছিল৷ শতরানের পর বিষ্ণু কোনও সেলিব্রেশন করেননি৷ কারণ তাঁর শরীর হয়ত মাঠে ছিল কিন্তু তাঁর মন কোনও শূন্যে ছিল৷ সেই শূন্য যেখানের তাঁর আদরের সন্তান এখন রয়েছেন৷ তাঁর কন্যাসন্তানের সদ্য মারা গিয়েছে৷ কিন্তু বিষ্ণু সোলাঙ্কি  ( Vishnu Solanki)  একদিকে মৃত সন্তানের শেষকৃত্য করে ফিরে মাঠে নেমে দলের জার্সিতে দলের কর্তব্যও পালন করে ব্যাট হাতে ঝকঝকে শতরান করে৷
ranji trophy: baroda cricketer vishnu solanki hit century days after losing his daughter- Photo Courtesy- Shishir Hattangadi/ Twitter
ranji trophy: baroda cricketer vishnu solanki hit century days after losing his daughter- Photo Courtesy- Shishir Hattangadi/ Twitter
advertisement

প্রথমে কন্যা সন্তানের শেষকৃত্য সমাধা করেন৷ তারপরে মাঠে ফিরে আসেন৷ মেয়ের মৃত্যুতে একেবারে ভিতর থেকে নিঃস্ব হয়ে যাওয়া সোলাঙ্কি মাঠে ধামাকা মাচিয়ে দেন৷ রনজি ট্রফি  (Ranji Trophy)  খেলার দ্বিতীয় দিনে ৫ নম্বরে ব্যাট করতে নামেন তিনি৷ আর দ্বিতীয় দিনে অপরাজিত হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ তিনি ১৬১ বলে ১২ টি চারের সাহায্যে ১০৩ রান করেন৷ দিন কয়েক আগে তাঁর সদ্যোজাত কন্যাসন্তানের মৃত্যু হয়েছে৷ তিনি মেয়ের অন্তিম সংস্কারের পর দলের সঙ্গে রনজি ট্রফিতে  (Ranji Trophy)  যোগ দিয়েছেন৷

advertisement

আরও পড়ুন - IPL 2022: এখনও গ্রামে ফিরে ক্রিকেট খেলেন পঞ্জাব কিংসের বাঙালি ছিলে ঋত্বিক

আসল জীবনে হিরো বিষ্ণু সোলাঙ্কি  ( Vishnu Solanki)

আরও পড়ুন - IND vs SL: রোহিত শর্মার স্ত্রী-র মন্তব্য নিয়ে তুলকালাম নেটদুনিয়া, প্রকাশ্যেই স্বীকারোক্তি

প্রত্যেকেই সোলাঙ্কিকে স্যালুট করছেন৷ সৌরাষ্ট্র উইকেটরক্ষক ক্রিকেটার শেল্ডন জ্যাকসন ট্যুইট করে বিষ্ণু ও তাঁর পরিবারকে স্যালুট করেন৷ এটা কোনওভাবেই সহজ ছিল না৷ আগামী অনেক শতক ও সাফল্য কামনা করি৷

advertisement

ranji trophy: baroda cricketer vishnu solanki hit century days after losing his daughter- Photo Courtesy- Twitter

বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাতাঙ্গাদি লিখেছেন, এক ক্রিকেটারের কাহিনী, যিনি কিছুদিন আগে নিজের মেয়েকে হারিয়েছিলেন৷ নিজের মেয়ের অন্তিম সংস্কার করেছেন৷ নিজের দলের প্রতিনিধিত্ব করার জন্য ফিরে আসেন আর শতরান করেন৷ সোশ্যাল মিডিয়া তাঁর নাম হয়ত লাইক আনে না৷ আমার জন্য বিষ্ণু সোলাঙ্কি আসল জীবনের হিরো৷

advertisement

ranji trophy: baroda cricketer vishnu solanki hit century days after losing his daughter- Photo Courtesy- Shishir Hattangadi/ Twitter

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ি সোলঙ্কি ১১ ফেব্রুয়ারি মধ্যরাতে কন্যা সন্তান জন্মানোর খবর পান৷ কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সন্তানের মৃত্যু হয়৷ সেই সময় তিনি দলের সঙ্গে ভুবনেশ্বরে ছিলেন৷ মেয়ের অন্তিম সংস্কারের জন্য তিনি ভাদোদরায় পৌঁছন৷ তিনদিনের মধ্যে সন্তানের শেষকৃত্য করে ফের রনজি দলের সঙ্গে যোগ দেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy: সন্তানের শব সবচেয়ে ভারী, কন্যাসন্তানের শেষকৃত্য করে রনজিতে শতরান বিষ্ণু সোলাঙ্কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল