প্রথমে কন্যা সন্তানের শেষকৃত্য সমাধা করেন৷ তারপরে মাঠে ফিরে আসেন৷ মেয়ের মৃত্যুতে একেবারে ভিতর থেকে নিঃস্ব হয়ে যাওয়া সোলাঙ্কি মাঠে ধামাকা মাচিয়ে দেন৷ রনজি ট্রফি (Ranji Trophy) খেলার দ্বিতীয় দিনে ৫ নম্বরে ব্যাট করতে নামেন তিনি৷ আর দ্বিতীয় দিনে অপরাজিত হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ তিনি ১৬১ বলে ১২ টি চারের সাহায্যে ১০৩ রান করেন৷ দিন কয়েক আগে তাঁর সদ্যোজাত কন্যাসন্তানের মৃত্যু হয়েছে৷ তিনি মেয়ের অন্তিম সংস্কারের পর দলের সঙ্গে রনজি ট্রফিতে (Ranji Trophy) যোগ দিয়েছেন৷
advertisement
আরও পড়ুন - IPL 2022: এখনও গ্রামে ফিরে ক্রিকেট খেলেন পঞ্জাব কিংসের বাঙালি ছিলে ঋত্বিক
আসল জীবনে হিরো বিষ্ণু সোলাঙ্কি ( Vishnu Solanki)
আরও পড়ুন - IND vs SL: রোহিত শর্মার স্ত্রী-র মন্তব্য নিয়ে তুলকালাম নেটদুনিয়া, প্রকাশ্যেই স্বীকারোক্তি
প্রত্যেকেই সোলাঙ্কিকে স্যালুট করছেন৷ সৌরাষ্ট্র উইকেটরক্ষক ক্রিকেটার শেল্ডন জ্যাকসন ট্যুইট করে বিষ্ণু ও তাঁর পরিবারকে স্যালুট করেন৷ এটা কোনওভাবেই সহজ ছিল না৷ আগামী অনেক শতক ও সাফল্য কামনা করি৷
বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাতাঙ্গাদি লিখেছেন, এক ক্রিকেটারের কাহিনী, যিনি কিছুদিন আগে নিজের মেয়েকে হারিয়েছিলেন৷ নিজের মেয়ের অন্তিম সংস্কার করেছেন৷ নিজের দলের প্রতিনিধিত্ব করার জন্য ফিরে আসেন আর শতরান করেন৷ সোশ্যাল মিডিয়া তাঁর নাম হয়ত লাইক আনে না৷ আমার জন্য বিষ্ণু সোলাঙ্কি আসল জীবনের হিরো৷
ranji trophy: baroda cricketer vishnu solanki hit century days after losing his daughter- Photo Courtesy- Shishir Hattangadi/ Twitter
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ি সোলঙ্কি ১১ ফেব্রুয়ারি মধ্যরাতে কন্যা সন্তান জন্মানোর খবর পান৷ কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সন্তানের মৃত্যু হয়৷ সেই সময় তিনি দলের সঙ্গে ভুবনেশ্বরে ছিলেন৷ মেয়ের অন্তিম সংস্কারের জন্য তিনি ভাদোদরায় পৌঁছন৷ তিনদিনের মধ্যে সন্তানের শেষকৃত্য করে ফের রনজি দলের সঙ্গে যোগ দেন৷