IND vs SL: রোহিত শর্মার স্ত্রী-র মন্তব্য নিয়ে তুলকালাম নেটদুনিয়া, প্রকাশ্যেই স্বীকারোক্তি

Last Updated:
ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ত রয়েছেন৷ ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs) সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া৷
1/5
#কলকাতা:  ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ত রয়েছেন৷ ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs) সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া৷ টি টোয়েন্টি সিরিজের পর খেলা হবে টেস্ট সিরিজ৷ ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা দুটি পরপর সিরিজ হোয়াইট ওয়াশ করেছে৷ এবার করলে তৃতীয় সিরিজও হোয়াইট ওয়াশ করতে পারে৷ কিন্তু এরমধ্যে হঠাৎ রোহিত শর্মা -র স্ত্রী সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করলেন৷ রিতিকা সজদে ও রোহিত শর্মার সম্পর্ক দারুণ তা সকলেই জানে, তা বলে এরকম একটা পোস্ট সর্বসমক্ষে আনলেন৷ Photo Courtesy- Instagram
#কলকাতা: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ত রয়েছেন৷ ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs) সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া৷ টি টোয়েন্টি সিরিজের পর খেলা হবে টেস্ট সিরিজ৷ ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা দুটি পরপর সিরিজ হোয়াইট ওয়াশ করেছে৷ এবার করলে তৃতীয় সিরিজও হোয়াইট ওয়াশ করতে পারে৷ কিন্তু এরমধ্যে হঠাৎ রোহিত শর্মা -র স্ত্রী সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করলেন৷ রিতিকা সজদে ও রোহিত শর্মার সম্পর্ক দারুণ তা সকলেই জানে, তা বলে এরকম একটা পোস্ট সর্বসমক্ষে আনলেন৷ Photo Courtesy- Instagram
advertisement
2/5
বর্তমানে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে রোহিত শর্মা বায়ো বাবলে আছেন কিন্তু রিতিকা সজদে এবং মেয়ে সামাইরা বায়ো বাবলের বাইরে রয়েছেন৷  Photo Courtesy- Instagram
বর্তমানে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে রোহিত শর্মা বায়ো বাবলে আছেন কিন্তু রিতিকা সজদে এবং মেয়ে সামাইরা বায়ো বাবলের বাইরে রয়েছেন৷ Photo Courtesy- Instagram
advertisement
3/5
রোহিত শর্মা লখনউতে রয়েছে টি টোয়েন্টি সিরিজের জন্য৷ রোহিত শর্মা লখনউ থেকে ট্রেনিং সেশনের ছবি পোস্টও করেছিলেন৷ ফেব্রুয়ারির ২৪ তারিখে মঙ্গলবারের এই ছবি এখন ভাইরাল৷ রোহিত শর্মার সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে কমেন্ট করে তাঁর স্ত্রী রিতিকা সজদে৷  Photo Courtesy- Instagram
রোহিত শর্মা লখনউতে রয়েছে টি টোয়েন্টি সিরিজের জন্য৷ রোহিত শর্মা লখনউ থেকে ট্রেনিং সেশনের ছবি পোস্টও করেছিলেন৷ ফেব্রুয়ারির ২৪ তারিখে মঙ্গলবারের এই ছবি এখন ভাইরাল৷ রোহিত শর্মার সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে কমেন্ট করে তাঁর স্ত্রী রিতিকা সজদে৷ Photo Courtesy- Instagram
advertisement
4/5
ভারতের অধিনায়ক রোহিতের বউ রিতিকা ইনস্টাগ্রামে স্বামীর লেগপুল করেছেন৷ রোহিত নিজের সোশ্যালমিডিয়া পোস্ট ছোট রাখেন৷ নিজের স্বামীকে সেখানই একেবারে টেনে নামিয়েছেন৷ রোহিতের পোস্টে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন৷  Photo Courtesy- Instagram
ভারতের অধিনায়ক রোহিতের বউ রিতিকা ইনস্টাগ্রামে স্বামীর লেগপুল করেছেন৷ রোহিত নিজের সোশ্যালমিডিয়া পোস্ট ছোট রাখেন৷ নিজের স্বামীকে সেখানই একেবারে টেনে নামিয়েছেন৷ রোহিতের পোস্টে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন৷ Photo Courtesy- Instagram
advertisement
5/5
রিতিকা সজদে পোস্টে লিখেছেন ‘‘ঠিক আছে, ঠিক আছে, সব ভাল কিন্তু তুমি কি আমায় কলব্যাক করতে পার৷’’ সোজা কথায় রোহিতকে ফোনে না পেয়ে তিনি এভাবে এভাবেই লিখে দিয়েছেন ফোনব্যাক করার কথা৷  Photo Courtesy- Instagram
রিতিকা সজদে পোস্টে লিখেছেন ‘‘ঠিক আছে, ঠিক আছে, সব ভাল কিন্তু তুমি কি আমায় কলব্যাক করতে পার৷’’ সোজা কথায় রোহিতকে ফোনে না পেয়ে তিনি এভাবে এভাবেই লিখে দিয়েছেন ফোনব্যাক করার কথা৷ Photo Courtesy- Instagram
advertisement
advertisement
advertisement