TRENDING:

Ranji Trophy: কলকাতার মাঠে বিশ্বরেকর্ড, রনজি ম্যাচে অভিষেকেই তিনশো রান

Last Updated:

Ranji Trophy: কলকাতার মাঠে বিশ্বরেকর্ড, তিনি ৩৮৭ বলে ৩০০ রানের ইনিংস খেলেন যাতে ৫০ টি চার মেরেছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রনজি ট্রফির (Ranji Trophy) মঞ্চে অসামাণ্য নজির বিহারের (Bihar) ২১ বছরের ক্রিকেটার সাকিবুল গনি (Sakibul Gani)৷ ক্রিকেটের   (Cricket) ইতিহাসে একেবারে বিশ্বরেকর্ড (World Record) করে ফেললেন তরুণ ক্রিকেটার৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে তিনশো রান করেছেন বিহারের এই ক্রিকেটার৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে এর চেয়ে ধামাকাদার শুরু আর কি বা হতে পারত৷ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির (World Record) গড়লেন তিনি৷ পাশাপাশি অভিষেকে রনজি ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারও হলেন সাকিবুল গনি (Sakibul Gani)৷ ২১ বছরের এই ক্রিকেটার মিজোরামের বিরুদ্ধে কলকাতায় আয়োজিত রনজি ট্রফি ম্যাচে নিজের ত্রিশতরানের ইনিংস খেলেন৷ তিনি ৩৮৭ বলে ৩০০ রানের ইনিংস খেলেন যাতে ৫০ টি চার মেরেছেন তিনি৷
Ranji Trophy 2022: bihar's sakibul gani becomes the first cricketer to score a triple hundred on first class debut (Wisden cricket twitter)
Ranji Trophy 2022: bihar's sakibul gani becomes the first cricketer to score a triple hundred on first class debut (Wisden cricket twitter)
advertisement

সাকিবুল গনি (Sakibul Gani) আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই সবচেয়ে বড় রানের কৃতিত্ব ছিল মধ্যপ্রদেশের অজয় রোহরার নামে৷ তিনি ২০১৮-১৯ সালের রনজি মরশুমে হায়দরাবাদের বিরুদ্ধে এই রান করেছিলেন৷ তিনি সেই সময় ২৬৭ রান করেছিলেন৷ বিহারের সাকিবুল একেবারে ত্রিশতরান করে ফেললেন৷

আরও পড়ুন - INDW vs NZW: বড় রান করেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ফের হার ঝুলন-মিতালিদের

advertisement

মিজোরামের বিরুদ্ধে রনজি ট্রফির  (Ranji Trophy) প্রথম ম্যাচে বিহার  (Bihar) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু দলের শুরুটা ভাল হয়নি৷ মাত্র ৭১ রানের মধ্যে ৩ উইকেট হারায় বিহার৷ পঞ্চম নম্বরে ব্যাট করতে নামেন সাকিবুল গনি (Sakibul Gani)৷ তিনি কার্যত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন৷ তিনি বাবুল কুমারের সঙ্গে জুটি বেঁধে মিজোরাম বোলারদের কার্যত তুলোধনা করেন৷ তিনি একেবারে তিনশো রান করে ফেলেন৷

advertisement

আরও পড়ুন - Extramarital Afair: পরকীয়ায় মেতে মারাত্মক কাণ্ড, নিজের স্ত্রীকে মেরে ফেলল ভিলেজ পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আর ফার্স্টক্লাস ম্যাচে (First Class Cricket) অভিষেকেই ত্রিশতরানের বিরল কৃতিত্ব অর্জন করে ফেলেন যা একেবারে বিশ্বরেকর্ড (World Record)৷ এই দুই ক্রিকেটার চতুর্থ উইকেটে ৫০০-র বেশি রান তোলেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy: কলকাতার মাঠে বিশ্বরেকর্ড, রনজি ম্যাচে অভিষেকেই তিনশো রান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল