সাকিবুল গনি (Sakibul Gani) আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই সবচেয়ে বড় রানের কৃতিত্ব ছিল মধ্যপ্রদেশের অজয় রোহরার নামে৷ তিনি ২০১৮-১৯ সালের রনজি মরশুমে হায়দরাবাদের বিরুদ্ধে এই রান করেছিলেন৷ তিনি সেই সময় ২৬৭ রান করেছিলেন৷ বিহারের সাকিবুল একেবারে ত্রিশতরান করে ফেললেন৷
আরও পড়ুন - INDW vs NZW: বড় রান করেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ফের হার ঝুলন-মিতালিদের
advertisement
মিজোরামের বিরুদ্ধে রনজি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচে বিহার (Bihar) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু দলের শুরুটা ভাল হয়নি৷ মাত্র ৭১ রানের মধ্যে ৩ উইকেট হারায় বিহার৷ পঞ্চম নম্বরে ব্যাট করতে নামেন সাকিবুল গনি (Sakibul Gani)৷ তিনি কার্যত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন৷ তিনি বাবুল কুমারের সঙ্গে জুটি বেঁধে মিজোরাম বোলারদের কার্যত তুলোধনা করেন৷ তিনি একেবারে তিনশো রান করে ফেলেন৷
আরও পড়ুন - Extramarital Afair: পরকীয়ায় মেতে মারাত্মক কাণ্ড, নিজের স্ত্রীকে মেরে ফেলল ভিলেজ পুলিশ
আর ফার্স্টক্লাস ম্যাচে (First Class Cricket) অভিষেকেই ত্রিশতরানের বিরল কৃতিত্ব অর্জন করে ফেলেন যা একেবারে বিশ্বরেকর্ড (World Record)৷ এই দুই ক্রিকেটার চতুর্থ উইকেটে ৫০০-র বেশি রান তোলেন৷