TRENDING:

এক প্লেটে তিনটে পরোটা...আনলিমিটেড তরকারি..! রাজুদার পকেট পরোটা এবার ক্রিকেটে!

Last Updated:

Rajudar pocket porota- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলেছে বাংলাদেশ। কিংসটনে সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০১ রানে। বাংলাদেশের বোলাররা দাপট দেখিয়েছেন পুরো ম্যাচে। আর এই ম্যাচেই এল রাজুদার প্রসঙ্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচালঙ্কা, ৩০ টাকা।’
News18
News18
advertisement

সোশ্যাল মিডিয়ায় আছেন, অথচ এই ডায়ালগ শোনেননি, এমন লোক এখন খুঁজে পাওয়া মুশকিল। লোকজন তো ঘুমের ঘোরেও এই লাইন আওড়াচ্ছেন! এমনই মিম-এর ছড়াছড়ি। এই জনপ্রিয় সংলাপ কার, তা আর বলে দিতে হয় না এখন!

শিয়ালদহ চত্বরের পরোটা বিক্রেতা রাজু। তাঁর বলা সংলাপ এবার ক্রিকেট মাঠে। রাজুদার পকেট পরোটা (Raju Da Paratha) খেতে অনেকেই ভিড় করছেন শিয়ালদহে। এক প্লেটে তিনটি পরোটা, সবজি, সেদ্ধ ডিম, পিঁয়াজ ও কাঁচালঙ্কা দেন তিনি। দাম নেন ৩০ টাকা। তবে এখন দাম কিছুটা বেড়েছে বটে!

advertisement

আরও পড়ুন- ১৪ বছর ধরে অটুট সচিনের রেকর্ড ভাঙার সুযোগ যশস্বীর! অ্যাডিলেডে হবে নতুন ইতিহাস?

রাজুর বাচনভঙ্গি, সারল্য অনেক মানুষের মন ছুঁয়েছে। আবার অনেকে বলছেন, পুরোটাই প্রচার পাওয়ার কায়দা! ইউটিউবারদের ভিড় রোজ লেগেই রয়েছে রাজুর দোকানে। এমনকী তাঁকে নিয়ে এখন গানও বাঁধা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলেছে বাংলাদেশ। কিংসটনে সেই ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০১ রানে। বাংলাদেশের বোলাররা দাপট দেখিয়েছেন পুরো ম্যাচে। আর এই ম্যাচেই এল রাজুদার প্রসঙ্গ।

advertisement

আরও পড়ুন- সচিনের পর এবার কোহলির টার্গেট ব্র্যাডম্যানের নজির! বিশ্বরেকর্ডের সামনে বিরাট

ঘটনাটি কী?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টেস্টের চতুর্থ দিনে ৯১ রান করেন জাকের আলি। প্রথম ইনিংসে তিনি মাত্র ১ রান করলেও দ্বিতীয় ইনিংসে কামব্যাক করেন তিনি। এর পর ফিল্ডিং-এর সময় তাঁকে বলতে শোনা যায়, ‘তিনটে পরোটা, আনলিমিটেজ তরকারি…।’ কথাটা তিনি একাধিকবার বলতে থাকেন। ক্রিজে সেই সময় ছিলেন কার্লোস ব্রেথওয়েট ও কেসি কার্টি। একই কথা বারবার শুনে তাঁরাও খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান। অনেকে বলছেন, ব্যাটারদের ফোকাস নাড়িয়ে দিতেই জাকের আলি বারবার ভাইরাল রাজুদার ডায়লগ বলছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এক প্লেটে তিনটে পরোটা...আনলিমিটেড তরকারি..! রাজুদার পকেট পরোটা এবার ক্রিকেটে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল