TRENDING:

Sourav Ganguly: সৌরভের বায়োপিকে কে? এতদিনে মুখ খুললেন সেই তারকা অভিনেতা, 'গোপন কথা' জানালেন

Last Updated:

Sourav Ganguly Biopic- অনেক মাস ধরে জল্পনার পর অবশেষে রাজকুমার রাও নিশ্চিত করলেন, তিনিই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনেক মাস ধরে জল্পনার পর অবশেষে রাজকুমার রাও নিশ্চিত করলেন, তিনিই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন। সৌরভ নিজে আগে এক সাক্ষাৎকারে কাস্টিং নিশ্চিত করার পর অভিনেতাও এই খবর ঘোষণা করলেন।
News18
News18
advertisement

এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেছেন, “এখন যেহেতু দাদা নিজেই বলে ফেলেছেন, আমিও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছি – হ্যাঁ, আমি ওঁর বায়োপিকে অভিনয় করছি। আমি নার্ভাস… এটা একটা বিশাল দায়িত্ব, কিন্তু দারুণ মজার অভিজ্ঞতা হতে চলেছে”।

এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, তাঁর আসন্ন বায়োপিকে তাঁকে পর্দায় তুলে ধরার জন্য রাজকুমার রাও সেরা বাছাই। এই বায়োপিক ২০২৬ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলা সৌরভ জানান, ছবির শুটিং শুরু হবে আগামী জানুয়ারি থেকে।

advertisement

PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “সব কিছু ঠিকঠাক চলছে। আগামী ডিসেম্বরেই সিনেমাটা মুক্তি পাবে। জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। প্রি-প্রোডাকশন, গল্প লেখা এবং স্ক্রিপ্ট তৈরিতেই অনেকটা সময় লাগে। কিন্তু শুটিং-এ খুব একটা সময় লাগে না। প্রায় তিন মাস লাগে, তার পর পোস্ট-প্রোডাকশনে আবার সময় যায়।”

সৌরভ টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১৮,৫৭৫ রান করেছেন এবং তাঁর ঝুলিতে রয়েছে ৩৮টি শতরান।  সৌরভ বলেন, “আমি মনে করি সঠিক মানুষই এটা করছে… আমি ওকে সব রকম সাহায্য করব,” তবে এখনও পর্যন্ত সিনেমার অফিসিয়াল নাম বা পরিচালকের নাম ঘোষণা করা হয়নি।

advertisement

আরও পড়ুন- ৩৭১ রানেও ম্যাচ বাঁচাতে পারল না ভারত! জঘন্য বোলিং, ফিল্ডিং, ‘হারা ম্যাচ’ জিতল ইংল্যান্ড

ক্রিকেট কিংবদন্তি সৌরভের চরিত্রে অভিনয়ের আগে রাজকুমার রাও একেবারে ভিন্ন ঘরানার একটি প্রজেক্টে কাজ শুরু করতে চলেছেন।
তিনি আদিত্য নিম্বলকার পরিচালিত একটি ডার্ক কমেডি ছবিতে অভিনয় করবেন। যদিও এই বায়োপিক নিয়ে কৌতূহল তুঙ্গে, সেই ছবিটি এখনো প্রি-প্রোডাকশনে রয়েছে। এর ফলে রাজকুমারের জন্য অন্য একটি নতুন ধারার প্রজেক্টে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

জানা গিয়েছে, রাজকুমার রাও খুব শিগগিরই একটি মার্ডার কমেডি ছবির শুটিং শুরু করবেন। এই ছবির শুটিং জুন মাসেই শুরু হওয়ার কথা রয়েছে, যার লোকেশন থাকবে মুম্বইয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে — যেমন মারোলের ১, এয়ারোসিটি এবং গোরেগাঁওয়ের ফিল্ম সিটি।

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সৌরভের বায়োপিকে কে? এতদিনে মুখ খুললেন সেই তারকা অভিনেতা, 'গোপন কথা' জানালেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল