রাজস্থান রয়্যালসের দুই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট এবং প্রসিদ্ধ কৃষ্ণ বেশ আত্মবিশ্বাসী। কৃষ্ণ বিরাট কোহলির উইকেট পেয়েছেন। নিখুঁত ইয়র্কার ভেঙে দিয়েছেন হাসারাঙ্গার উইকেট। নতুন বলে বাউন্স আদায় করার ক্ষমতা তার সহজাত। দীর্ঘকায় কর্নাটকের পেসার মুখিয়ে রয়েছেন ফাইনালে গুজরাত ব্যাটসম্যানদের কড়া পরীক্ষা নেবেন বলে।
advertisement
অন্যদিকে আছেন ট্রেন্ট বোল্ট। অভিজ্ঞ নিউজিল্যান্ড পেসার ফাইনালে ওঠার পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে দেশের আগে ফ্র্যাঞ্চাইজি দলকে রেখে তিনি কতটা মরিয়া আইপিএল জেতার জন্য। বোল্ট আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা পেসার। টি টোয়েন্টি ফরম্যাটে তার দক্ষতা প্রশ্নাতীত।
নতুন বলে আউট করার পাশাপাশি পুরনো বলে রান আটকাতে তার জুড়ি মেলা ভার। বাঁহাতি পেসার জানেন বড় ম্যাচের চাপ নিতে। ফলে ঋদ্ধিমান সাহা, গিল, হার্দিক পান্ডিয়াদের আটকানোর রাস্তা তার জানা। সিনিয়র হিসেবে গাইড করছেন প্রসিদ্ধকে। ইডেনে মিলারের বিপক্ষে প্রচুর মার খেয়েছিলেন কৃষ্ণ। ফাইনালে সেই ভুল যেন না হয়, সেটা মাথায় রেখে টিপস দিয়েছেন।
বোল্ট জানিয়েছেন ফাইনাল হবে আমেদাবাদে। গুজরাতের ঘরের মাঠ। ৮০ শতাংশ জনসমর্থন থাকবে হার্দিক পান্ডিয়ার দলের পক্ষে। তবে সেটা নিয়ে ভয় পেতে রাজি নন। বরং দুরন্ত বল করে আমেদাবাদের দর্শকদের চুপ করিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিতে রাজি নিউজিল্যান্ড পেসার। পাশাপাশি ক্যারিবিয়ান তারকা ম্যাক কয় ইডেনে প্রচুর মার খেলেও আমেদাবাদে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
গুজরাতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ পেসার নিজের সেরাটা দেবেন মনে করেন বোল্ট। ফাইনালে নিজেদের আন্ডারডগ ভাবতে অসুবিধা নেই। বোল্ট জানিয়েছেন আন্ডার ডগ থেকে মাঠে নামা বরং ভাল। প্রত্যাশার চাপ কম থাকে। তিনি আশাবাদী তাকে যোগ্য সহায়তা করবেন প্রসিদ্ধ কৃষ্ণ। আইপিএল ফাইনাল জিতে শুধু টুর্নামেন্টের দুবার হারের বদলা নয়, শেন ওয়ার্নকে উৎসর্গ করতে চান বোল্ট।