ক্রিকেট প্রেমিরা লিডসে শেষ দিনে হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় থাকলেও শেষ দিনের খেলা পন্ড হয়ে যেতে পারে। কারণ লিডসের হাওয়া অফিস জানিয়েছে আশঙ্কার কথা। লিডসের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সেখানে ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে অন্তত ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। সূর্য থাকতে পারে মেঘের আড়ালে। ইংল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম। তবে একেবারে বৃষ্টি হবে না সে কথা বলা যাচ্ছে না। ফলে এমন উত্তেজক ম্যাচে শেষ দিনে বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলে আফশোস হওয়াটা স্বাভাবিক।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: তিনটি কারণের জন্য প্রথম টেস্টে ভারতের জয় নিশ্চিত! জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, লিডসে শেষ ইনিংসে ইংল্যান্ডকে ৩৭১ রান টার্গেট দিয়েছে ভারত। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১ রান। শেষে দিনে হাডডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। বিশেষ করে ভারতীয় দল কিছুটা অ্য়াডভান্টেজে থাকায় বৃষ্টি না নামার প্রার্থনায় ভারতীয় দল ও ফ্যানেরা।