IND vs ENG: তিনটি কারণের জন্য প্রথম টেস্টে ভারতের জয় নিশ্চিত! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs ENG 1st Test: ভারত-ইংল্যান্ড ‘ব্লকবাস্টার’ ম্যাচে এখনও তিনটি ফলাফলই সম্ভব। তবে ভারতের জয়ের সম্ভাবনাই বেশি। কেন? চলুন বিস্তারিতভাবে ব্যাখ্যা করি।

News18
News18
লিডস: মঙ্গলবার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে যখন ইংল্যান্ড ব্যাট করতে নামবে তাদের সামনে ৩৭১ রানের বিশাল লক্ষ্য। তার জবাবে এখনও পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে। অন্যদিকে, ভারতীয় দল আত্মবিশ্বাসী হতে পারে এই ভেবে যে পুরো ৯০ ওভারের মধ্যে তাদের কেবল ১০টি উইকেট নিতে হবে। এই ‘ব্লকবাস্টার’ ম্যাচে এখনও তিনটি ফলাফলই সম্ভব। তবে ভারতের জয়ের সম্ভাবনাই বেশি। কেন? চলুন বিস্তারিতভাবে ব্যাখ্যা করি।
এত বড় লক্ষ্য তাড়া করে ১২৬ বছরে মাত্র একবারই জয় এসেছে:
লিডসের হেডিংলি মাঠে গত ৭৭ বছরে কোনও দল এত বড় লক্ষ্য তাড়া করে জয় পায়নি। সবশেষ ১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে ৪০৪ রান তাড়া করে জয় পেয়েছিল। অর্থাৎ, ১২৬ বছরের ইতিহাসে এমন বিশাল রান তাড়া করে জয় এসেছে মাত্র একবারই।
advertisement
ইংল্যান্ড কখনোই এই মাঠে এত বড় লক্ষ্য তাড়া করে জেতেনি:
ক্রিকেটের রেকর্ড ঘাঁটলে দেখা যায়, হেডিংলিতে ইংল্যান্ড সর্বোচ্চ ৩৬২ রান তাড়া করে জয় পেয়েছে। এমন পরিস্থিতিতে, যদি বেন স্টোকসের ইংল্যান্ড দল বাজবল স্টাইলে এই ৩৭১ রানের লক্ষ্য পূরণ করে, তবে তা হবে নতুন এক ইতিহাস। সেই সঙ্গে স্টোকসের অধিনায়কত্বে যুক্ত হবে এক অনন্য অধ্যায়। তবে শেষ দিনে এই রান করা মোটেও সহজ কাজ নয়।
advertisement
advertisement
ইংল্যান্ডের পথে সবচেয়ে বড় বাধা জসপ্রীত বুমরাহ:
ইংল্যান্ডের সামনে সবথকে বড় বাধা হয়ে দাঁড়াবেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর বোলিং অ্যাকশন ও নিখুঁত নিয়ন্ত্রণ প্রতিপক্ষের ব্যাটারদের সবসময় সমস্যায় ফেলে। সুইং ও বাউন্সের অসাধারণ মিশেল, পরিস্থিতি অনুযায়ী নিখুঁত ইয়র্কার, এবং ১৫০ কিমি গতির বাউন্সার — সব মিলিয়ে বুমরাহ দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ত্রাস হয়ে উঠতে পারেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া এই ডানহাতি পেসার দ্বিতীয় ইনিংসেও ম্যাচ নির্ধারণকারী স্পেল করতে মুখিয়ে আছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: তিনটি কারণের জন্য প্রথম টেস্টে ভারতের জয় নিশ্চিত! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement