কুইন্টন ডি কক (Quinton de Kock) ৩৩০০ রান করেছেন ৫৪ টেস্ট থেকে৷ গড় ৩৮.৮২ , ২০১৪ সালে অভিষেকের পর ৬ টি শতরান করেছেন৷ বাউচার বলেছেন প্রোটিয়াদের এই নিয়ে কোনও কিছু করার নেই৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে ফোকাস করা ছাড়া তাঁদের কোনও লক্ষ্য নেই৷ প্রথম টেস্টের আগে কুইন্টন ডি ককের অবসরের (Quinton de Kock Retirement) সিদ্ধান্ত ও তারপর টেস্টে হারের পর ওয়ান্ডার্সের টেস্টে ফোকাসই একমাত্র কাজ দক্ষিণ আফ্রিকার৷
advertisement
আরও পড়ুন - Job Vacancy: রেলওয়ের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন বিস্তারিত বিবরণ
বাউচার (Mark Boucher) বলেছেন, ‘‘ ওর দারুণ টেস্ট কেরিয়ার, এটা দুঃখের কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে৷’’
আরও পড়ুন - MS Dhoni Viral Video: বাড়ি নাকি চিড়িয়াখানা, সাক্ষী -র পোস্ট করা ভাইরাল ভিডিও
তিনি আরও বলেছেন, ‘‘আমরা একটা সিরিজের মধ্যে রয়েছি ফলে কোনও কিছু নিয়ে বেশিক্ষণ ব্যস্ত থাকতে পারি না৷ ওর জায়গায় কে খেলবে সেটাই দেখার, যাতে কুইন্টন যেরকম খেলত সেরকম খেলতে পারে৷’’
প্রোটিয়া থিঙ্কট্যাঙ্ক জানে আগামী টেস্টগুলিতে তাঁকে পাওয়া যাবে না৷ তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাঁকে পাওয়া যেত না তাঁর প্রথম সন্তানের জন্মের জন্য৷ তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে আয়োজক দক্ষিণ আফ্রিকা যে হেরে যাবে তা ভাবেনি কেউই৷