বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। অধিনায়ক হিসেবে বহু জয় এনে দিয়েছেন, ভক্তদের অনেক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন। কিন্তু দেশের প্রতিনিধিত্ব করা মানে সব খেলোয়াড়ের জন্য সমান নিয়ম থাকা উচিত। বিশেষ করে ফিটনেসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি একজন খেলোয়াড় আলাদা সুবিধা পান, তবে তা দলের ভিতরে বৈষম্য তৈরি করতে পারে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ‘বিরাট সুবিধা’ কি অন্য কেউ পেত?
advertisement
বর্তমানে বিরাট কোহলি শুধু ওয়ানডে ফর্ম্যাটে খেলেন। টি-২০ ও টেস্ট থেকে অবসর নেওয়ায় তিনি এশিয়া কাপে নেই। তবে সামনে বড় টুর্নামেন্টে খেলার জন্য ফিটনেস যাচাই করা জরুরি। বিসিসিআই সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির সংখ্যা বাড়তে থাকায় ফিটনেস পরীক্ষাকে বাধ্যতামূলক করেছে। এতে ইয়ো-ইয়ো টেস্ট ও শারীরিক সক্ষমতার বিভিন্ন পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে।
আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপের দলে পাননি সুযোগ, অবসর ঘোষণা করে দিলেন তারকা ব্যাটার
ফলে প্রশ্নটা শুধুই বিরাট কোহলিকে ঘিরে নয়—এটা দলের সামগ্রিক নীতির প্রশ্ন। যদি সত্যিই বিশেষ অনুমতি দিয়ে কোহলিকে ছাড় দেওয়া হয়ে থাকে, তবে ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত। নইলে ‘টিম ইন্ডিয়া’ শব্দটার মানেই প্রশ্নের মুখে পড়ে যাবে।