TRENDING:

Virat Kohli: কোহলির জন্য কেন বিশেষ ব্যবস্থা? বোর্ডের ফিটনেস টেস্ট ঘিরে উঠছে প্রশ্ন!

Last Updated:

Virat Kohli: বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এ রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, শুভমন গিলসহ বহু সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় ফিটনেস টেস্টে অংশ নেন। অথচ বিরাট কোহলি সেই সময় লন্ডনে থেকে সেখানেই নিজের ফিটনেস টেস্ট দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলির ফিটনেস টেস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২৯ আগস্ট বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এ রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, শুভমন গিলসহ বহু সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় ফিটনেস টেস্টে অংশ নেন। অথচ বিরাট কোহলি সেই সময় লন্ডনে থেকে সেখানেই নিজের ফিটনেস টেস্ট দেন। প্রশ্ন উঠছে— যখন বাকি সবাইকে ভারতে এসে পরীক্ষা দিতে বলা হলো, তখন বিরাটের জন্য এই বিশেষ ছাড় কেন?
News18
News18
advertisement

বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। অধিনায়ক হিসেবে বহু জয় এনে দিয়েছেন, ভক্তদের অনেক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন। কিন্তু দেশের প্রতিনিধিত্ব করা মানে সব খেলোয়াড়ের জন্য সমান নিয়ম থাকা উচিত। বিশেষ করে ফিটনেসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি একজন খেলোয়াড় আলাদা সুবিধা পান, তবে তা দলের ভিতরে বৈষম্য তৈরি করতে পারে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ‘বিরাট সুবিধা’ কি অন্য কেউ পেত?

advertisement

বর্তমানে বিরাট কোহলি শুধু ওয়ানডে ফর্ম্যাটে খেলেন। টি-২০ ও টেস্ট থেকে অবসর নেওয়ায় তিনি এশিয়া কাপে নেই। তবে সামনে বড় টুর্নামেন্টে খেলার জন্য ফিটনেস যাচাই করা জরুরি। বিসিসিআই সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির সংখ্যা বাড়তে থাকায় ফিটনেস পরীক্ষাকে বাধ্যতামূলক করেছে। এতে ইয়ো-ইয়ো টেস্ট ও শারীরিক সক্ষমতার বিভিন্ন পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে।

আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপের দলে পাননি সুযোগ, অবসর ঘোষণা করে দিলেন তারকা ব্যাটার

advertisement

ফলে প্রশ্নটা শুধুই বিরাট কোহলিকে ঘিরে নয়—এটা দলের সামগ্রিক নীতির প্রশ্ন। যদি সত্যিই বিশেষ অনুমতি দিয়ে কোহলিকে ছাড় দেওয়া হয়ে থাকে, তবে ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত। নইলে ‘টিম ইন্ডিয়া’ শব্দটার মানেই প্রশ্নের মুখে পড়ে যাবে।

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: কোহলির জন্য কেন বিশেষ ব্যবস্থা? বোর্ডের ফিটনেস টেস্ট ঘিরে উঠছে প্রশ্ন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল