১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কাতার ও ইকুয়েডরের মধ্যে আজ উদ্বোধনী ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্বের অনেক তারকাকে সেই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।
আরও পড়ুন- একা থাকছেন ঘরে, একাই করছেন অনুশীলন, হলটা কী লিওনেল মেসির
প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানটি ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারণে আয়োজক দেশ কাতারের নির্দেশে ফিফা উদ্বোধনী ম্যাচের দিনই এই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে অভিনেত্রী নোরা ফাতেহিকে। ফিফা বিশ্বকাপের অ্যান্থেম সং 'লাইট দ্য স্কাই'-এ দেখা গিয়েছিল নোরা ফাতেহিকে।
advertisement
নোরা ছাড়াও দক্ষিণ কোরিয়ার বিটিএস ব্যান্ডকেও পারফর্ম করতে দেখা যাবে। BTS এর পুরো নাম Bangtan Sonyeondan, এটি একটি সেভেন বয় ব্যান্ড। এই ব্যান্ড এই সময়ে সারা বিশ্বে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই ব্যান্ড ২০১৩ সালে যাত্রা শুরু করেছিল।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কিছু তথ্য-
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (২০ নভেম্বর) উত্তর দোহা থেকে ৪০ কিলোমিটার দূরে আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- একেই বলে স্বপ্নের ফর্ম, সূর্যের প্রখর কিরণে পুড়ে ছারখার কিউইরা
ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ৭টা থেকে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন দর্শকরা। রাত সাড়ে ৯টা থেকে প্রথম ম্যাচ হবে কাতার ও ইকুয়েডরের মধ্যে।
Sports18 নেটওয়ার্কে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন।
আপনি Jio Cinema অ্যাপে FIF বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন।
Jio Cinema অ্যাপে বিনামূল্যে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন।