একা থাকছেন ঘরে, একাই করছেন অনুশীলন, হলটা কী লিওনেল মেসির

Last Updated:
২৩ তারিখ সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কাতারে পৌছে গিয়েছে মেসিরা। কিন্তু প্রথম ম্যাচে নামার আগে অধিনায়ককে নানা জল্পনা।
1/5
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন লিওনেল মেস। গোলও করেছিলেন তিনি। কিন্তু কাতারে পৌছে অনুশীলনে দেখা যাচ্ছিল না আর্জেন্টিনার অধিনায়ককে। প্রথম দিন অনুশীলনে না নামায় কৌতুহল তৈরি হয়েছিল সকলের মধ্যে।
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন লিওনেল মেস। গোলও করেছিলেন তিনি। কিন্তু কাতারে পৌছে অনুশীলনে দেখা যাচ্ছিল না আর্জেন্টিনার অধিনায়ককে। প্রথম দিন অনুশীলনে না নামায় কৌতুহল তৈরি হয়েছিল সকলের মধ্যে।
advertisement
2/5
চোট রয়েছে মেসির নাকি ফিটনেসের সমস্যা। তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। দোহায় অনুশীলনের দ্বিতীয় দিনে মেসি মাঠে নামলেও জল্পনা কিন্তু একটা থেকেই যাচ্ছে। কারণ মেসির শরীরী ভাষা।
চোট রয়েছে মেসির নাকি ফিটনেসের সমস্যা। তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। দোহায় অনুশীলনের দ্বিতীয় দিনে মেসি মাঠে নামলেও জল্পনা কিন্তু একটা থেকেই যাচ্ছে। কারণ মেসির শরীরী ভাষা।
advertisement
3/5
অনুশীলনে নামলেও গোটা দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। সকলের সঙ্গে না নেমে খানিকটা দেরি করে মাঠে নামেন মেসি। খুব একটা কঠিন অনুশীলনও করেননি তিনি। মাথায় ও পায়ে বল নাচান তিনি। কোচ ও সহকারীদের সঙ্গে কথা বলেন তিনি।
অনুশীলনে নামলেও গোটা দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। সকলের সঙ্গে না নেমে খানিকটা দেরি করে মাঠে নামেন মেসি। খুব একটা কঠিন অনুশীলনও করেননি তিনি। মাথায় ও পায়ে বল নাচান তিনি। কোচ ও সহকারীদের সঙ্গে কথা বলেন তিনি।
advertisement
4/5
শুধু তাই নয়, জানা যাচ্ছে ঘরেও একাই থাকছেন মেসি। কাতার বিশ্ববিদ্যালয়ে থাকছে গোটা আর্জেন্টিনা দল। বিশ্বকাপে কোনও ফুটবলারদের ব্যক্তিগত ঘর দেওয়া হয় না। কিন্তু মেসি একটি ঘরে একাই থাকছেন। মেসির ঘরের নম্বর বি-২০১।
শুধু তাই নয়, জানা যাচ্ছে ঘরেও একাই থাকছেন মেসি। কাতার বিশ্ববিদ্যালয়ে থাকছে গোটা আর্জেন্টিনা দল। বিশ্বকাপে কোনও ফুটবলারদের ব্যক্তিগত ঘর দেওয়া হয় না। কিন্তু মেসি একটি ঘরে একাই থাকছেন। মেসির ঘরের নম্বর বি-২০১।
advertisement
5/5
তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের দাবি চোট সংক্রান্ত কোনও সমস্যা নেই লিও মেসির। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে তিনি। তবে মেসি কেন একা অনুশীলন করছেন ও একা থাকছেন তা নিয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি।
তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের দাবি চোট সংক্রান্ত কোনও সমস্যা নেই লিও মেসির। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে তিনি। তবে মেসি কেন একা অনুশীলন করছেন ও একা থাকছেন তা নিয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি।
advertisement
advertisement
advertisement