TRENDING:

Qatar Football World Cup: এসি স্টেডিয়ামে বসে দেখা হবে ফুটবল বিশ্বকাপ, কাতারে তৈরি ৮ টি এসি স্টেডিয়াম, দেখুন

Last Updated:

তাই কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো (AC Stadium) ঠাণ্ডা করার ব্যবস্থা রয়েছে৷ যা প্লেয়ারদের এবং দর্শকদের স্বস্তি দেবে৷দেখুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
qatar's eight world cup stadiums are fully air conditioned- Photo- Collected
qatar's eight world cup stadiums are fully air conditioned- Photo- Collected
advertisement

শীতকালে কাতার ফুটবল বিশ্বকাপ (Qatar Football World Cup) আয়োজন হলেও তখনও তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে৷ তাই কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো (AC Stadium) ঠাণ্ডা করার ব্যবস্থা রয়েছে৷ যা প্লেয়ারদের এবং দর্শকদের স্বস্তি দেবে৷

 আরও পড়ুন - Job Vacancy: দ্বাদশ শ্রেণী পাসেও পেতে পারেন চাকরি, ডিভিসিতে নতুন নিয়োগ, বেতন হতে পারে ৮৩,৫০০ টাকা

advertisement

তারা নিজেদের আটটি স্টেডিয়ামে (Stadium) এয়ার কন্ডিশানিংয়ের (AC Stadium) ব্যবস্থা করেছে৷ ঠাণ্ডা বাতাস প্রবেশ করানো হবে স্ট্যান্ড দিয়ে পাশাপাশি নজেল দিয়ে ঠাণ্ডা করা হবে পিচ৷

কুলিং টেকনোলজি হবে সৌরশক্তি ব্যবহার করে৷ যা কাতার বিশ্ববিদ্যালয়ের সাহায্যে তৈরি হচ্ছে৷ ডক্টর সৌদ আব্দুলআজিজ ঘানি কাতারের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যাঁর ডাকনাম ডক্টর কুল তিনি এই পুরো বিষয়টায় নেতৃত্ব দিয়েছেন৷

advertisement

ফিফা .কমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘এটা শুধু ঠাণ্ডা করাই নয়, তার সঙ্গে বাতাস পরিষ্কার করাও৷’’

তিনি আরও জানিয়েছেন, ‘‘আমরা দর্শকদের জন্য বাতাস পরিষ্কার করছি, উদাহরণ হিসেবে যাঁদের অ্যালার্জি আছে তাঁদের যাতে আমাদের স্টেডিয়ামে কোনও অসুবিধা না হয় যাতে তাঁরা নিঃশ্বাস নেওয়ার জন্য পরিষ্কার ও বিশুদ্ধ বাতাস পান৷ ’’

advertisement

তিনি আরও বলেছেন, ‘‘ আগে থেকে ঠাণ্ডা হওয়া বাতাস গ্রিলের মধ্যে দিয়ে ঢুকবে৷ পিচের দিকে থাকবে লার্জ নজল৷ এয়ার সারকুলেশন টেকনিক ব্যবহার করে ঢোকানো হবে, কুল হওয়া বাতাস ফেরানো হবে ফের তা ঠাণ্ডা করা হবে, ফিল্টার করা হবে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠাণ্ডাটাকে কার্যকারীভাবে করা৷ বাইরের কোনও বাতাস স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না৷ তাই স্টেডিয়ামে সাইজ ও শেপ অনুযায়ি বাতাস ঢোকানো হবে৷ যা গরম বাতাসকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Qatar Football World Cup: এসি স্টেডিয়ামে বসে দেখা হবে ফুটবল বিশ্বকাপ, কাতারে তৈরি ৮ টি এসি স্টেডিয়াম, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল