Job Vacancy: দ্বাদশ শ্রেণী পাসেও পেতে পারেন চাকরি, ডিভিসিতে নতুন নিয়োগ, বেতন হতে পারে ৮৩,৫০০ টাকা
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: DVC Recruitment 2022: আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ অর্থাৎ ৪ এপ্রিল থেকে। অনলাইন আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের (Damodar Valley Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে ডেন্টাল সার্জন এবং প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগের ভ্যাকেন্সি (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দামোদর ভ্যালি কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
DVC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ অর্থাৎ ৪ এপ্রিল থেকে। চাকরি ভ্যাকেন্সির (Vacancy) অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
DVC Recruitment 2022: শূন্যপদের বিশদ বিবরণ
ডেন্টাল সার্জন: ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রিধারী এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে যাঁদের তাঁরা এই পদগুলির জন্য আবেদনের যোগ্য।
advertisement
advertisement
বেতন: ৮৩,৫০০ টাকা
মোট শূন্যপদ: ৪টি
ফিজিওথেরাপিস্ট: উচ্চ মাধ্যমিক (এইচএস) পাশ, একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ ফিজিওথেরাপিতে ডিপ্লোমা প্রয়োজন।
বেতন: ৩৮,৯০০ টাকা
মোট শূন্যপদ: ৬টি
জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড ২: এইচএস (বিজ্ঞান) পাশ বা সমমানের যোগ্যতা এবং ফার্মাসিতে দুই বছরের ডিপ্লোমা সহ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন: ২০,৫০০ টাকা
advertisement
মোট শূন্যপদ: ১২টি
জুনিয়র নার্সিং স্টাফ: এই পদগুলির জন্য একটি সরকারি প্রতিষ্ঠান থেকে জিএনএম-এ ডিপ্লোমা সহ এইচএস (বিজ্ঞান) বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
বেতন: ২২,৬০০ টাকা
মোট শূন্যপদ: ১৫টি
জুনিয়র কেমিস্ট (জনস্বাস্থ্য):দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ কেমিস্ট্রি অনার্স
বেতন: ৩৮,৯০০ টাকা
মোট শূন্যপদ: ২টি
জুনিয়র মাল্টি-পারপাস হেল্থ ওয়ার্কার: দ্বাদশ (বিজ্ঞানে) উত্তীর্ণ প্রয়োজন।
advertisement
বেতন: ২০,৫০০ টাকা
মোট শূন্যপদ: ৯টি
জুনিয়র ল্যাব টেকনিশিয়ান: একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট সহ এইচএস উত্তীর্ণ হতে হবে।
বেতন: ২২,৬০০ টাকা
মোট শূন্যপদ: ৩টি
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: দামোদর ভ্যালি কর্পোরেশন (Damodar Valley Corporation)
পদের নাম | ডেন্টাল সার্জন এবং প্যারামেডিক্যাল স্টাফ |
শূন্যপদের সংখ্যা | ৬৩ |
কাজের স্থান | বিশদ দেখুন |
কাজের ধরন | চুক্তি ভিত্তিক |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
advertisement
প্রার্থীরা নিয়োগ সম্পর্কে আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
Location :
First Published :
April 04, 2022 5:21 PM IST