TRENDING:

Lionel Messi : বিশ্বকাপে টিকিটের চাহিদায় শীর্ষে আর্জেন্টিনা! মেসিদের ধারে কাছে নেই অন্য দেশ

Last Updated:

Qatar world cup has most demands for Argentina tickets mainly because of Lionel Messi. বিশ্বকাপে টিকিটের চাহিদায় শীর্ষে আর্জেন্টিনা! মেসিদের ধারে কাছে নেই অন্য দেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: কাতার বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, আর সেজন্যই বোধহয় বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো নিয়ে দলটির সমর্থকদের মাঝে আগ্রহ এবং উত্তেজনা তুঙ্গে। শুক্রবার বিশ্বকাপের টিকিটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
আলবিসেলেস্তে-দের ১৯৮৮ সালে সিডনিতে হারিয়েছিল অস্ট্রেলিয়া। বাইসেন্টেনারি গোল্ড কাপের ম্যাচে।
আলবিসেলেস্তে-দের ১৯৮৮ সালে সিডনিতে হারিয়েছিল অস্ট্রেলিয়া। বাইসেন্টেনারি গোল্ড কাপের ম্যাচে।
advertisement

আরও পড়ুন - IND vs PAK : ফের এশিয়া কাপে পাকিস্তান হারাবে ভারতকে! খোলা চ্যালেঞ্জ সরফরাজের

আর সেখানে দেখা গেছে, আর্জেন্টিনার ম্যাচগুলোর টিকিটের জন্যই সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকদের আবদার। ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখ টিকিটের অনুরোধ পেয়েছে তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি।

advertisement

ফাইনালের টিকিটের পরই আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সমর্থকদের বেশি আগ্রহ। গ্রুপ পর্বে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলো টিকিট আবেদনের দিক দিয়ে দর্শকদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া বিশ্বের শক্তিধর দুই দেশ ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়েও দর্শকদের উন্মাদনার কথা জানিয়েছে ফিফা।

কাতার বিশ্বকাপে গ্রুপ সি’তে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর পরদিন ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন মেসিরা।

ফাইনালের সবচেয়ে দামি টিকিটের দাম ১ হাজার ৬০০ ডলার—রাশিয়া বিশ্বকাপের টিকিটের প্রায় ৪৫ শতাংশ বেশি! ভারতীয় মুদ্রায় খরচ পড়বে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা। টিকিটের দামও এবার আগের চেয়ে বেশিই থাকছে। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবার টিকিটের দাম গড়ে ৩০ শতাংশ বেশি।

advertisement

সবচেয়ে কম দামি টিকিট থাকছে কাতারের মানুষ এবং সেখানে কাজ করতে যাওয়া অভিবাসী শ্রমিকদের জন্য, তাঁরা গ্রুপ পর্বের ম্যাচের টিকিট কিনতে পারবেন ১০ মার্কিন ডলারে। আর্জেন্টিনার টিকিটের চাহিদা এতটাই বেশি নতুন করে টিকিট ছাপানোর কথা ভাবা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এমনকি ব্রাজিল এবং জার্মানির থেকেও মেসিদের দেখার জন্য আগ্রহ বেশি ভক্তদের। এর অন্যতম কারণ হতে পারে মধ্যপ্রাচ্যে লিওনেল মেসির জনপ্রিয়তা নেইমার, রোনাল্ডো, হ্যারি কেনদের তুলনায় অনেক বেশি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi : বিশ্বকাপে টিকিটের চাহিদায় শীর্ষে আর্জেন্টিনা! মেসিদের ধারে কাছে নেই অন্য দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল