IND vs PAK : ফের এশিয়া কাপে পাকিস্তান হারাবে ভারতকে! খোলা চ্যালেঞ্জ সরফরাজের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Pakistan will have upper hand against India at Asia Cup feels Sarfaraz Ahmed. ফের এশিয়া কাপে পাকিস্তান হারাবে ভারতকে! খোলা চ্যালেঞ্জ সরফরাজের
#দুবাই: এশিয়া কাপ যত এগিয়ে আসছে ততই ভারতকে নিয়ে প্রতিদিন গরম বক্তব্য রাখছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। আসন্ন এশিয়া কাপের মূল পর্বের প্রথম রাউন্ডে সবচেয়ে আকর্ষণীয় ও হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানর। ২৮ আগস্ট দুবাইয়ে আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে আলোচনা-ভবিষ্যদ্বাণী তুঙ্গে।
আরও পড়ুন - Shoaib Akhtar : শোয়েবকে ব্যাট পেটা করতে গিয়েছিলেন দ্রাবিড়! কোনওমতে আটকেছিলেন বাকিরা
এবার সেই দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সরফরাজের মতে, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও মাঠ সর্ম্পকে ভালো ধারণা থাকায় ভারতের বিপক্ষে পাকিস্তানইএগিয়ে থাকবে। এ বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনের সাহস পায়নি লঙ্কানরা।
advertisement
তাই এশিয়া কাপের ১৫তম আসর হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে এশিয়া কাপের আয়োজক থাকছে শ্রীলঙ্কাই। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও উইকেট সর্ম্পকে পাকিস্তানের অভিজ্ঞতা অনেক বেশি। মরুর দেশে তিন ফরম্যাটে ম্যাচ ছাড়াও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলার অভিজ্ঞতা অনেক বেশি পাকিস্তানের।
advertisement
Ricky Pointing Predicted That India Will Beat Pakistan On 28th Of August in Asia Cup 2022.
— Maham Fatima (@Maham0fficial_2) August 12, 2022
advertisement
তাই কন্ডিশন ও উইকেট সর্ম্পকে যথেষ্ট ধারণা থাকায়, ভারতের বিপক্ষে ম্যাচে বাবর আজমরাই এগিয়েই থাকবেন। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ বলেন, যে কোনো প্রতিযোগিতার প্রথম ম্যাচটিই টুর্নামেন্টের গতিপথ ঠিক করে দেয়।
আমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এই ম্যাচে আমাদের মনোবল অনেক উঁচুতে থাকবে। কারণ সর্বশেষ মুখোমুখিতে আমরা ভারতকে হারিয়েছিলাম এই ভেন্যুতেই। সরফরাজের বক্তব্যের পাল্টা কোনও মন্তব্য করেনি ভারত। কারণ মুখে নয়, টিম ইন্ডিয়া কাজে করে দেখাতে চায়। সেভাবেই নিজেদের প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2022 12:56 PM IST