এশিয়ান গেমসে এমন অনেক দলকে পাঠানো হচ্ছে যাদের তালিকা যা থাকা উচিত তার থেকে নিচে। আর ফুটবলের এমন সর্বনাশ করে চুপচাপ বসে মজা দেখছেন পি টি ঊষা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনি। শোনা যায় তার সঙ্গে নাকি ভারতীয় ফুটবলের প্রেসিডেন্ট বাংলার কল্যাণ চৌবের ইগো সমস্যা আছে। তাই ঊষা জেনে শুনে চক্রান্ত করেছেন ফুটবলের বিরুদ্ধে।
advertisement
কিন্তু ভারতীয় ফুটবলপ্রেমীরা জানতে চান না কার সঙ্গে কার ইগোর সমস্যা আছে। তারা দেখতে চান এশিয়ান গেমসে ভারত খেলছে। চিনের মাটিতে সুনীল, আশিক, মহেশরা বাঘের মতো লড়াই করছে। সবচেয়ে বড় কথা ভারতের ফুটবল কোচ ইগর স্টিম্যাক নিজে কথা দিয়েছেন এশিয়ান গেমসে সুযোগ পেলে ভারত গর্বিত করবে দেশকে। গত তিন মাসে তিনটি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ফুটবল দল।
সাফ কাপে লেবানন এবং কুয়েতের মতো শক্তিশালী মধ্যপ্রাচ্যের দলকে হারিয়েছে। আত্মবিশ্বাসের অভাব নেই এই দলটায়। ভারতের কোচ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়েছেন। অনুরাগ ঠাকুরকে অনুরোধ করেছেন। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল খেললে দেশের ফুটবলপ্রেমীদের খেলাটার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে কথা দিয়েছেন। কিন্তু পিটি ঊষা নিয়ম দেখিয়ে যাচ্ছেন।
এটা দেখছেন না ফুটবলের আবেগ সারা দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ যেখানে ফুটবল দল পাঠাচ্ছে সেখানে ভারত পাঠাবে না এমন কি করে হয়? চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনো আসেনি। ভারতীয় ফুটবলপ্রেমীরা আশায় আছেন যদি শেষ মুহূর্তে নিয়ম বদল হয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে।
তবে যদি ফুটবল দল শেষ পর্যন্ত এশিয়ান গেমসে অংশ নিতে না পারে তবে তার জন্য পিটি ঊষা দায় এড়াতে পারবেন না। হতে পারেন তিনি দেশের কিংবদন্তি অ্যাথলিট। অতীতে ভারতকে গর্বিত করেছেন। কিন্তু মানুষের সম্মান হারাবেন যদি এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল না যায়।