একটি ইউটিউব চ্যানেলে পৃথ্বী সরাসরি বলেছেন, তিনি কীভাবে ‘অনলাইন’ সমালোচনার মোকাবিলা করেন। তিনি স্বীকার করেছেন যে ট্রোলগুলি প্রায়শই তাঁর নজরে আসে ৷ পৃথ্বীর মতে, ‘‘সেই ব্যক্তি যদি আমাকে অনুসরণ না করে, তাহলে সে কীভাবে ট্রোল করবে? তার মানে আমার দিকে তার চোখ আছে, চমৎকার !’’ তিনি আরও বলেন, ‘‘আমি মনে করি ট্রোলিং একটি ভাল জিনিস নয়, তবে এটি এমন কিছু খারাপ জিনিসও নয়।’’
advertisement
আরও পড়ুন– মাঝরাতে ট্রেনের টয়লেট থেকে অদ্ভুত আওয়াজ! RPF দরজা ভাঙতেই ভিতরে যা দেখা গেল…তাজ্জব সবাই!
পৃথ্বী শ বলেন, যে তিনি তার সম্পর্কে করা মিম এবং পোস্টগুলি দেখেন। ‘‘লোকেরা যদি আমার উপর মিম তৈরি করে, আমি তাদেরও দেখতে পাই। আমি মাঝে মাঝে আঘাত পাই ৷ ভাবছিলাম আমি কী ভুল করেছি। আমি জানি আমি কিছু ভুল করেছি কি না। কিন্তু যদি কিছু ভুল না হয়, তাহলে সেটা বলা উচিত ৷’’
আনফিট বলে মুম্বইয়ের রঞ্জি ট্রফির দল থেকেও বাদ পড়েন। তাঁর কর্মসংস্কৃতি নিয়েও মাঝেমধ্যেই প্রশ্ন উঠেছে। সেই কারণেই পৃথ্বীকে দলে চায় না কেউই। তাঁর আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন রিকি পন্টিং, মহম্মদ কাইফ। দু’জনেই দিল্লির সঙ্গে যুক্ত ছিল।