TRENDING:

Preity Zinta| IPL Mega Auction: মেগা নিলামের আগে বিরাট টুইস্ট Kings XI এর মালকিনের, বড় সিদ্ধান্ত Preity Zinta-র!

Last Updated:

Preity Zinta| IPL Mega Auction: কেন এবার আইপিএল-এর নিলামে থাকছেন না প্রীতি জিন্টা? নিজেই স্পষ্ট জানালেন কারণ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবার আইপিএল নিলামে (Preity Zinta| IPL Mega Auction) থাকবেন না বলিউড তারকা এবং কিংস ইলেভেন (Kings XI) পাঞ্জাবের সহ মালিক প্রীতি জিন্টা। ট্যুইট করে একথা জানান তিনি। প্রীতি জিন্টা (Preity Zinta) জানান, এবছর তিনি আইপিএল নিলাম মিস করবেন। কারণ তাঁর সন্তানদের ছেড়ে ভারতে আসা সম্ভব হবে না। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের অকশন হবে।
ট্যুইটে সিদ্ধান্ত জানালেন প্রীতি জিন্টা!
ট্যুইটে সিদ্ধান্ত জানালেন প্রীতি জিন্টা!
advertisement

আরও পড়ুন: পাতলি কোমর চিকনি বদন! মহিলাদের নাচ দেখে সব সীমা পার করলেন বৃদ্ধ... কাঁপল সোশ্যাল মিডিয়া!

তবে নিজে আসতে না পারলেও, মেগা নিলামের (Preity Zinta| IPL Mega Auction) আগে পঞ্জাব কিংসের বাকিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন প্রীতি (Preity Zinta)। ভারতের বাইরে থেকেও, গত কয়েক দিন ধরে তিনি নিলাম নিয়ে মারাত্মক ব্যস্ত ছিলেন। সবার সঙ্গে দফায় দফায় আলোচনা করে একটি ছক তৈরি করে দিয়েছেন। পাশাপাশি কোন প্লেয়ারকে দলে নেওয়া যায়, তার জন্য পঞ্জাব কিংসের ভক্তদের কাছেও পরামর্শ চেয়েছেন প্রীতি।

advertisement

আরও পড়ুন: বিরাটের কথায় আইপিএল নিলামে এই পাঁচ ক্রিকেটারকে টার্গেট করেছে আরসিবি

২০২১ সালে নভেম্বরে যমজ সন্তানের মা হয়েছে প্রীতি জিন্টা। এখন তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে খুবই ব্যস্ত। পাশাপাশি বাচ্চারা ছোট থাকায় তাদের ছেড়ে ভারতে আসতে পারছেন না প্রীতি। আর এই খবর প্রীতি নিজে ট্যুইট করে জানিয়েছেন।

advertisement

তাঁর ট্যুইট-বার্তায় অভিনেত্রী লিখেছেন, ‘এই বছর আমি আইপিএল নিলাম মিস করতে চলেছি কারণ আমি আমার বাচ্চাদের ছেড়ে ভারতে যেতে পারছি না। গত কয়েক দিন আমাদের দলের সঙ্গে নিলাম (Preity Zinta| IPL Mega Auction) এবং ক্রিকেটের সমস্ত বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল৷ আমি আমাদের ভক্তদের কাছে পরামর্শ চাইব, কোন খেলোয়াড়কে দলে নেওয়া যায়।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

চলতি বছরে মোট ৫৯০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। যাঁদের মধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার রয়েছে এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বিদেশিদের মধ্যে আইসিসির সহযোগী দেশের মোট ৭ জন ক্রিকেটার রয়েছেন লিস্টে। পাশাপাশি ২৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন নিলামের তালিকায়। ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৩৫৫ জন ঘরোয়া ক্রিকেটার অংশ নেবেন নিলামে। ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ, ৩০ লক্ষ ও ২০ লক্ষ টাকা ন্যূনতম মূল্যের ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।

বাংলা খবর/ খবর/খেলা/
Preity Zinta| IPL Mega Auction: মেগা নিলামের আগে বিরাট টুইস্ট Kings XI এর মালকিনের, বড় সিদ্ধান্ত Preity Zinta-র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল