টোকিও প্যারালিম্পিক্সে স্বপ্নের দৌড় অব্যাহত ভারতীয় প্রতিযোগিদের। শনিবার সকালে শুটিং-এ একই বিভাগে দেশকে দুটি পদক এনে দিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন মনীশ নারওয়াল ও সিংহরাজ আদানা। ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন মনীশ ও একই বিভাগে দেশকে রূপো দিয়ে এনে দিয়েছেন সিংহরাজ। এই নিয়ে শুটিংয়ে জোড়া সোনা পেল ভারত।
advertisement
তবে শুধু শুটিং নয়, ব্যাডমিন্টনেও জোড়া সোনা জয়ের হাতছানি ছিল ভারতের। দুটি পৃথক বিভাগের ফাইনালে ওঠেন প্রমোদ ভগত ও কৃষ্ণ নাগার। এরপরেই শুরু হয় অপেক্ষা। শেষ পর্যন্ত টোকিও প্যারালিম্পিক্সে চতুর্থ সোনা জিতে দেশের গর্ব কয়েকগুণ বাড়িয়ে দিলেন প্রমোদ।
আরও পড়ুন : সব বাধা পেরিয়ে প্যারালিম্পিক্সে 'বা'-হাতেই সোনাজয়ী মনীশ নারওয়াল! রুপো পেলেন সিংহরাজ...
এইসঙ্গে টোকিও প্যারালিম্পিক্সে ১৬ নম্বর পদক জয় হয়ে গেল ভারতের। বর্তমানে বিশ্বের এক নম্বর প্রমোদ ভগত ৩৬ মিনিটে প্রথম এসএল শ্রেণীর সেমিফাইনালে জাপানের ডাইসুক ফুজিহারের বিরুদ্ধে ২১-১১-২১-১৬ জয় নিশ্চিত করেন।
মাত্র ৫ বছর বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন ভগত। তিনি দেশের সেরা প্যারা শাটলারদের মধ্যে একজন, তার বেল্টের অধীনে ৪৫টি আন্তর্জাতিক পদক, যার মধ্যে চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক এবং ২০১৮ এশিয়ান প্যারা গেমসে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক রয়েছে।
আরও পড়ুন : টোকিও প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনেও চমক! রুপো নিশ্চিত করে ফাইনালে প্রমোদ ভগত...
অন্যদিকে, এই SL3 বিভাগেই ব্রোঞ্জের জন্য লড়বেন বাংলার মনোজ সরকার। তিনি মুখোমুখি হবেন জাপানের দাইসুকে ফুজিহারার বিরুদ্ধে। এবারই প্রথম প্যারালিম্পিক্সে অন্তর্ভুক্তি হয়েছে ব্যাডমিন্টনের। আর তাই প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে পদক নিশ্চিত করে নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন প্রমোদ।