Tokyo Paralympic 2020 : সব বাধা পেরিয়ে প্যারালিম্পিক্সে 'বা'-হাতেই সোনাজয়ী মনীশ নারওয়াল! রুপো পেলেন সিংহরাজ...

Last Updated:
Tokyo Paralympic 2020 : টোকিও প্যারালিম্পিক্সে তৃতীয় সোনা জিতে ইতিহাস রচনা করল ভারত।
1/6
টোকিও প্যারালিম্পিক্সে জয় অব্যাহত ভারতের। ইতিমধ্যেই তৃতীয় সোনা জিতে ইতিহাস রচনা করল ভারত। এবার পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে প্রথম হলেন মনীশ নারওয়াল। ২১৮.২ পয়েন্ট হাসিল করে নতুন প্যারালিম্পিক রেকর্ডও গড়লেন তিনি। একই ইভেন্ট থেকে রুপো জিতলেন ভারতের সিংহরাজ আধানা।
টোকিও প্যারালিম্পিক্সে জয় অব্যাহত ভারতের। ইতিমধ্যেই তৃতীয় সোনা জিতে ইতিহাস রচনা করল ভারত। এবার পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে প্রথম হলেন মনীশ নারওয়াল। ২১৮.২ পয়েন্ট হাসিল করে নতুন প্যারালিম্পিক রেকর্ডও গড়লেন তিনি। একই ইভেন্ট থেকে রুপো জিতলেন ভারতের সিংহরাজ আধানা।
advertisement
2/6
ছোট থেকেই প্রতিবন্ধকতার সঙ্গে অসম লড়াই মনীশের। কিন্তু কোনও বাধাই যে বাধা নয়, তা প্রমাণ করে দিলেন মনীশ নারওয়াল। জন্ম থেকে ডান হাত প্রায় অকেজো। শনিবার বাঁ হাতেই ৫০ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন মনীশ। সেই ইভেন্টেই রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা।
ছোট থেকেই প্রতিবন্ধকতার সঙ্গে অসম লড়াই মনীশের। কিন্তু কোনও বাধাই যে বাধা নয়, তা প্রমাণ করে দিলেন মনীশ নারওয়াল। জন্ম থেকে ডান হাত প্রায় অকেজো। শনিবার বাঁ হাতেই ৫০ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন মনীশ। সেই ইভেন্টেই রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা।
advertisement
3/6
সেই ইভেন্টেই রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা। ২১৬.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করে চলতি প্রতিযোগিতা থেকে নিজের দ্বিতীয় পদক জিতলেন আধানা। সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১৫। টোকিও প্যারালিম্পিকে শুটিংয়ের সাফল্য অলিম্পিকে সৌরভ চৌধুরী, মনু ভাকরদের ব্যর্থতা চাপা দিল বলা যেতে পারে।
সেই ইভেন্টেই রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা। ২১৬.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করে চলতি প্রতিযোগিতা থেকে নিজের দ্বিতীয় পদক জিতলেন আধানা। সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১৫। টোকিও প্যারালিম্পিকে শুটিংয়ের সাফল্য অলিম্পিকে সৌরভ চৌধুরী, মনু ভাকরদের ব্যর্থতা চাপা দিল বলা যেতে পারে।
advertisement
4/6
শুরুটা ভাল করেছিলেন সিংহরাজ। প্রথম ১০টি শটের পর ৯২.১ পয়েন্ট স্কোর করে শীর্ষে ছিলেন তিনিই। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে থাকা মনীশের স্কোর ছিল ৮৭.২ পয়েন্ট। ১৮ নম্বর শটের শেষে চার নম্বরে ছিলেন মনীশ। শেষ দুই শটে তিনি স্কোর করেন যথাক্রমে ১০.৮ এবং ১০.৫। সিংহরাজকে টপকে সোনা নিশ্চিত করেন তিনি।
শুরুটা ভাল করেছিলেন সিংহরাজ। প্রথম ১০টি শটের পর ৯২.১ পয়েন্ট স্কোর করে শীর্ষে ছিলেন তিনিই। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে থাকা মনীশের স্কোর ছিল ৮৭.২ পয়েন্ট। ১৮ নম্বর শটের শেষে চার নম্বরে ছিলেন মনীশ। শেষ দুই শটে তিনি স্কোর করেন যথাক্রমে ১০.৮ এবং ১০.৫। সিংহরাজকে টপকে সোনা নিশ্চিত করেন তিনি।
advertisement
5/6
অন্যদিকে, প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের নজরকাড়া পারফরম্যান্স অব্যাহত। শনিবার সকালে ব্যাডমিন্টন কোর্টে টোকিয়ো প্যারালিম্পিক্সে আরও একটি পদক নিশ্চিত করল ভারত, ব্যাডমিন্টন ফাইনালে পৌঁছে গেলেন প্রমোদ। ভগত। রুপো নিশ্চিত করলেন তিনি। ১৪টি পদক জয় নিশ্চিত ভারতের।
অন্যদিকে, প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের নজরকাড়া পারফরম্যান্স অব্যাহত। শনিবার সকালে ব্যাডমিন্টন কোর্টে টোকিয়ো প্যারালিম্পিক্সে আরও একটি পদক নিশ্চিত করল ভারত, ব্যাডমিন্টন ফাইনালে পৌঁছে গেলেন প্রমোদ। ভগত। রুপো নিশ্চিত করলেন তিনি। ১৪টি পদক জয় নিশ্চিত ভারতের।
advertisement
6/6
বিশ্বের ক্রমতালিকায় তাঁর বিভাগে এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ। সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন জাপানের দাইসুকে ফুজিহারাকে। খেলার ফল ২১-১১, ২১-১৬। এই বছরই প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনকে যুক্ত করা হয়েছে। প্রথম ভারতীয় হিসেবে প্রমোদ ভগত। রুপো নিশ্চিত করলেন তিনি। ১৪টি পদক জয় নিশ্চিত ভারতের।
বিশ্বের ক্রমতালিকায় তাঁর বিভাগে এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ। সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন জাপানের দাইসুকে ফুজিহারাকে। খেলার ফল ২১-১১, ২১-১৬। এই বছরই প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনকে যুক্ত করা হয়েছে। প্রথম ভারতীয় হিসেবে প্রমোদ ভগত। রুপো নিশ্চিত করলেন তিনি। ১৪টি পদক জয় নিশ্চিত ভারতের।
advertisement
advertisement
advertisement