TRENDING:

Cristiano Ronaldo coaching job : ধৈর্য নেই, পারব না ! কোটি কোটি টাকা দিলেও কোচ হবেন না রোনাল্ডো

Last Updated:

Cristiano Ronaldo will never take up football coach job. কোচ হতে ইচ্ছে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, কোটি কোটি টাকা দিলেও এই কাজ করবেন না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ভবিষ্যতে ওল্ড ট্র্যাফোর্ডে কোচ হিসেবে দেখতে চান কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কেরিয়ার শেষের পর ম্যান ইউতে যেন কোচ হয়ে ফিরে আসেন রোনাল্ডো, চাইছেন তিনি। যদিও এর সঙ্গে সহমত পোষণ করছেন না রোনাল্ডো। ৩৬ বয়সী পর্তুগিজ স্ট্রাইকার ইতিমধ্যেই রেড ডেভিলদের হয়ে ১৮ ম্যাচে ১৩ গোল করে ফেলেছেন।
কোনভাবেই ফুটবল ম্যানেজার হতে রাজি নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
কোনভাবেই ফুটবল ম্যানেজার হতে রাজি নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
advertisement

আরও পড়ুন - Vengsarkar on Sourav vs Virat: সৌরভ বনাম বিরাট বিতর্কে এবার সুর চড়ালেন দিলীপ ভেঙ্গসরকার, দোষ নাকি সৌরভের !

২০০৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন স্পর্টিং লিসবন থেকে ১৮ বছর বয়সে উইঙ্গার রোনাল্ডোকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন। তারপর থেকে শুরু হয়ে যায় ম্যাঞ্চেস্টারে এক নতুন স্বপ্নের অধ্যায়। ছয় বছর ধরে ইংল্যান্ডের মাটিতে ২৯২ ম্যাচ খেলে ১১৮ গোল করেন। ব্যালন ডি'অর, চ্যাম্পিয়নস লিগ, সোনার বুট সবই জিতে নিয়েছেন তিনি। এরপর ২০০৯ তে রেকর্ড অঙ্কের মূল্যতে রিয়াল মাদ্রিদে চলে যান।

advertisement

আরও পড়ুন - ATK Mohun Bagan Juan Ferrando : ফেরান্ডোর হাত ধরে কী এবার তিকিতাকা দেখা যাবে মোহনবাগানে? আশাবাদী সর্মথকরা

বারো বছর পর ইংল্যান্ডের মাটিতে ফিরে এসে নিজের রাজত্ব কায়েম করে ফেলেছেন। একের পর এক ম্যাচে ইউনাইটেডকে হারের মুখ থেকে ফিরিয়ে এনেছেন। প্রাক্তন কোচ ওলে গুনার সোলস্কার তার চাকরি বেশ কদিন শুধু রোনাল্ডোর জন্যই বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। তবে এরকম শোনা যাচ্ছে তিনি ওল্ড ট্র্যাফোর্ডে ফুটবলারের কেরিয়ার শেষ করে, ক্লাবেই থাকতে চান পরিচালক হিসেবে।

advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফার্গুসন এবং রোনাল্ডো দুজনেই উপস্থিত ছিলেন। ওল্ড ট্রাফোর্ডে তার অভিজ্ঞতা জিজ্ঞেস করা হয় ফার্গুসনকে।  রোনাল্ডোর দিকে তাকিয়ে ফার্গুসন বলেন, তারও ভবিষ্যতে কোচ হওয়া উচিত। কারণ নিজের সেরা ছাত্রের মধ্যে কোচ হওয়ার গুণ তিনি লক্ষ্য করেছেন। এর উত্তরে রোনাল্ডো জানান, হয়তো না, তিনি অনিশ্চিত।

কারণ চাইলেই কোচ হওয়া যায় না। ডিগ্রি পেতে গেলে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। কোচিং লাইসেন্স পাওয়া আগের মতো সহজ নয়। বড় ফুটবলার হলেই, বড় কোচ হতে পারবেন, এমন গ্যারান্টি নেই। তাছাড়া পেশাদার ফুটবলার হিসেবে সারা জীবন প্রচুর চাপ নিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অর্থের অভাব নেই। নিজের টাকা নিজেই গুণে শেষ করতে পারবেন না। তাহলে আবার কোচিং করে অযথা নিজেকে চাপে ফেলতে যাবেন কেন? ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হিসেবেই মানুষের মনে থাকতে চান। আনন্দ করে, পরিবারের সঙ্গে বাকি জীবন কাটাতে চান। অন্যান্য ব্যবসা আছে। সেদিকে নজর দেবেন। কিন্তু কোচিং? না, কোনভাবেই ফুটবল ম্যানেজার হতে রাজি নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo coaching job : ধৈর্য নেই, পারব না ! কোটি কোটি টাকা দিলেও কোচ হবেন না রোনাল্ডো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল