আরও পড়ুন-Republic Day 2022: রাজ্যের কুচকাওয়াজে 'জয়তু নেতাজি' লেখা ট্যাবলোই আকর্ষণের কেন্দ্রে
জন্টি রোডসদের ভারত প্রেমকে সম্মান জানাতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শুভেচ্ছা পত্র গিয়েছে তাঁদের কাছে ৷ জন্টিকে পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘‘আপনাকে ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এ বারের ২৬ জানুয়ারি ভারতের জন্য বিশেষ, কারণ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ভারতের প্রতি আপনার ভালোবাসা সম্পর্কে আমরা অবগত। নিজের মেয়ের নামও আপনি ভারতের নামে রেখেছেন। দুই দেশের ভালো সম্পর্কের দূত আপনি।’’
advertisement
আরও পড়ুন-বাবা হলেন যুবরাজ সিং, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খুশির খবর
চিঠির ছবি-সহ ট্যুইট করে জন্টি রোডস লেখেন, ‘ধন্যবাদ নরেন্দ্র মোদি। যত বার ভারতে গিয়েছি, তত বার নিজেকে নতুন ভাবে চিনেছি। ভারতের সঙ্গে আমার গোটা পরিবার প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করছে। সংবিধান, দেশের মানুষের অধিকার রক্ষার গুরুত্বকে আমার সম্মান ৷’
জন্টির পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির চিঠি পেয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইলও ৷ তিনিও ট্যুইট করে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷ ট্যুইটারে গেইল লেখেন, ‘‘ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পেয়েছি। তিনি উল্লেখ করেছেন ভারতের সঙ্গে আমার সম্পর্কের কথা। ইউনিভার্স বসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।’’