তার মহানুভবতা অন্য পর্যায়র। কিশোর কুমারের পর লতা জির মৃত্যুতে আমার হৃদয় ভেঙে গিয়েছে। তার জীবন থেকে সবাই শিক্ষা নিতে পারে। বর্তমান পাকিস্তান অধিনায়ক এবং আইসিসির সেরা ব্যাটসম্যান বাবর আজম লিখেছেন, সোনালী প্রজন্মের শেষ। লতা মঙ্গেশকরের আওয়াজ এবং কিংবদন্তি সত্তা বেঁচে থাকবে চিরকাল। উপমহাদেশের সবচেয়ে বড় সুরের আইকন। সারা পৃথিবীর ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। শান্তিতে থাকুন।
advertisement
শুধু পাকিস্তানি ক্রিকেটাররা নন, ইনফর্মেশন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইট করেছেন। উপমহাদেশের এমন কোনো মানুষ নেই যারা গত কয়েক দশক লতা মঙ্গেশকরের আওয়াজ না শুনে বড় হয়েছেন। আজ অমূল্য সম্পদ হারাল পৃথিবী, মন্তব্য করেন পাকিস্তান মন্ত্রী। কথায় বলে সুরের কোন সীমানা হয় না।
মিউজিক হ্যাজ নো বাউন্ডারি। কথাটা লতা মঙ্গেশকরের ক্ষেত্রে একেবারেই সঠিক। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও পৃথিবীর যেখানে ভারতীয় উপমহাদেশের মানুষজন আছেন, তাদের আজ কয়েক মিনিটের জন্য হলেও চোখের জল পড়েছে।