TRENDING:

PBKS vs LSG: এলএসজির বোলিং নিয়ে ছেলেখেলা করল পঞ্জাব! প্রভসিমরন একাই ৯১, পন্থদের জয়ের জন্য টার্গেট ২৩৭

Last Updated:

PBKS vs LSG IPL 2025: আইপিএলের সুপার সানডের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করল পঞ্জাব কিংস। ২০ ওভারে ৫ উইকেট হাসিয়ে ২৩৬ রানের বিশাল স্কোর করল শ্রেয়স আইয়ারের দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপিএলের সুপার সানডের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করল পঞ্জাব কিংস। ২০ ওভারে ৫ উইকেট হাসিয়ে ২৩৬ রানের বিশাল স্কোর করল শ্রেয়স আইয়ারের দল। পঞ্জাবের হয়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন প্রভসিমরন সিং। ৪৮ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিং, জস ইংলিশরা।
(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
advertisement

ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু বোলারা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন। প্রিয়াংশ আর্য শুরুতে আউট হলেও জস ইংলিশ প্রভসিমরন সিং মারকাটারি ব্যাটিং শুরু করেন। ১৪ বলে ৩০ করে আউট হন ইংলিশ। মায়াঙ্ক যাদবের এক ওভারে ৩টি ছয় মারেন ইংলিশ। তিনি আউট হওয়ার পর ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার।

advertisement

আরও পড়ুনঃ Andre Russell: বন্দুক হাতে রাসলেরে স্ত্রী! একের পর এক গুলিতে করছেন ঝাঝরা! ভাইরাল ভিডিও

প্রভসিমরন ও শ্রেয়স জুটি ঝড়ে গতিতে এগিয়ে নিয়ে যায় দলের স্কোরবোর্ড। ৭৮ রানের পার্টনারশিপ করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন। শ্রেয়স ২৫ বলে ৪৫ রান করে আউট হন। এরপর একদিক থেকে প্রভসিমরন সিং নিজের ইনিংস চালিয়ে যান। অপরিদিকে, যারাই এসেছে ঝড়ের গতিতে রান তুলতে থাকে। নেহাল ওয়াধরা ৯ বলে ১৬ করে আউট হন। প্রভসিমরন করেন ৯১। শেষের দিকে, ১৫ বলে ৩৩ ও ৫ বলে ১৫ করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও মার্কাস স্টয়নিস।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
PBKS vs LSG: এলএসজির বোলিং নিয়ে ছেলেখেলা করল পঞ্জাব! প্রভসিমরন একাই ৯১, পন্থদের জয়ের জন্য টার্গেট ২৩৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল