ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু বোলারা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন। প্রিয়াংশ আর্য শুরুতে আউট হলেও জস ইংলিশ প্রভসিমরন সিং মারকাটারি ব্যাটিং শুরু করেন। ১৪ বলে ৩০ করে আউট হন ইংলিশ। মায়াঙ্ক যাদবের এক ওভারে ৩টি ছয় মারেন ইংলিশ। তিনি আউট হওয়ার পর ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার।
advertisement
আরও পড়ুনঃ Andre Russell: বন্দুক হাতে রাসলেরে স্ত্রী! একের পর এক গুলিতে করছেন ঝাঝরা! ভাইরাল ভিডিও
প্রভসিমরন ও শ্রেয়স জুটি ঝড়ে গতিতে এগিয়ে নিয়ে যায় দলের স্কোরবোর্ড। ৭৮ রানের পার্টনারশিপ করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন। শ্রেয়স ২৫ বলে ৪৫ রান করে আউট হন। এরপর একদিক থেকে প্রভসিমরন সিং নিজের ইনিংস চালিয়ে যান। অপরিদিকে, যারাই এসেছে ঝড়ের গতিতে রান তুলতে থাকে। নেহাল ওয়াধরা ৯ বলে ১৬ করে আউট হন। প্রভসিমরন করেন ৯১। শেষের দিকে, ১৫ বলে ৩৩ ও ৫ বলে ১৫ করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও মার্কাস স্টয়নিস।