বুধবার পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান করে রাজস্থান। আরআর-এর হয়ে সর্বোচ্চ রান করেন রিয়ান পরাগ। তার ৩৪ বলে ৪৮ রানের পরে ১৯ বলে ২৮ করে আউট হন রবিচন্দ্রণ অশ্বিন। পঞ্জাবের হয়ে স্যাম কারেন, রাহুল চাহার এবং হর্ষল প্যাটেল ২টি করে উইকেট নেন।
advertisement
আরও পড়ুন: চলতি মাসেই কেরালা হয়ে দেশে ঢুকছে বর্ষা, দিনক্ষণ জানিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন
পরে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারেই মাত্র ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব কিংস। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান ৪১ বলে ৬৩ করে অপরাজিত থাকেন স্যাম কারান, এছাড়া ১৩ বলে ২২ করেন রাইলি রুশো।
এই ম্যাচ জয়ের ফলে লিগ টেবিলে ৯ নম্বরে উঠে এল পঞ্জাব। অন্য দিকে টানা চার ম্যাচ হেরে ২ নম্বরেই রইল রাজস্থান। রাজস্থান শেষ ম্যাচ খেলবে কলকাতার সঙ্গে, সেই ম্যাচ জিতলে তবেই প্রথম দুইয়ে জায়গা পাকা হবে তাদের।