Monsoon update: চলতি মাসেই কেরালা হয়ে দেশে ঢুকছে বর্ষা, দিনক্ষণ জানিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন

Last Updated:

Monsoon update: দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর কেরালায় প্রবেশ করা কথা ছিল ১ জুন, তার পর ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হবে। সাধারণত ১৫ জুলাইয়ের মধ্যে গোটা দেশেই বর্ষা নামার কথা।

কবে আসছে বর্ষা?
কবে আসছে বর্ষা?
দেশের মূল ভূখণ্ডে কবে প্রবেশ করতে পারে বর্ষা তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। বুধবার বর্ষা নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন।
চলতি মাসের শেষ দিন, অর্থাৎ ৩১ মে থেকে দেশের মূল ভূখণ্ডে ঢুকতে শুরু করছে বর্ষা। প্রতি বারের মতোই এ বারও কেরালা দিয়ে দেশে বর্ষা প্রবেশ করবে বলে বুধবার জানিয়েছে মৌসম ভবন।
advertisement
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কেরালায় প্রবেশ করা কথা ছিল ১ জুন, তার পর ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হবে। সাধারণত ১৫ জুলাইয়ের মধ্যে গোটা দেশেই বর্ষা নামার কথা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ৩১ মে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, যদি ৪ দিনের এদিক ওদিক হতে পারে। বর্ষা প্রবেশ করলে গরম থেকে রেহাই মিলবে এবং কেরালা হয়ে ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হবে বর্ষা।
advertisement
প্রসঙ্গত, গত বছর ৮ জুন কেরালায় প্রবেশ করেছিল বর্ষা, এ বার তার থেকে আগেই প্রবেশ করতে পারে। পাশাপাশি মৌসম ভবন আরও জানিয়েছে যে স্বাভাবিকের থেকে এ বার বৃষ্টির পরিমাণ বেশি হবে দেশে। আগেই আইএমডি জানিয়েছিল, ১৯ মে আন্দামান এবং নিকোবরে বর্ষা প্রবেশ করবে, যা নির্ধারিত সময়ের কয়েক দিন আগে। একইভাবে কেরলে পয়লা জুন নির্ধারিত সময়ের এক দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। এবার দেশের মূল ভূখণ্ডে কবে প্রবেশ করবে তা-ও জানা গেল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Monsoon update: চলতি মাসেই কেরালা হয়ে দেশে ঢুকছে বর্ষা, দিনক্ষণ জানিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement