TRENDING:

বিশ্বকাপের আগেই ‘মিলিয়নেয়ার’ পবন

Last Updated:

মাঠে নামার আগেই সিকান্দার। বেঙ্গালুরুতে তারকাদের মাঝে ভারতীয় ক্রিকেটের ধনী পবন নেগি। বেস প্রাইজ ছিল তিরিশ লাখ। তেইশ বছরের এই ক্রিকেটারকে সাড়ে আট কোটি টাকায় কিনল দিল্লি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতীয় ক্রিকেটে কাউকে দেখার জন্য খুব বেশি পরামর্শ দেন না তিনি। তবে দিল্লির এই বাঁ-হাতিকে চেন্নাই সুপার কিংসে দেখার পড়েই মনে ধরেছিল ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তাই নির্বাচকদের অনুরোধ করেছিলেন পবন নেগির উপর নজর রাখতে। শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন, আর শনিবার তিনি ভারতীয় ক্রিকেটের রাতারাতি সিকান্দার। যুবরাজ সিংকে টপকে সাড়ে আট কোটি টাকায় এবছর দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলবেন পবন।
advertisement

শনিবার সকালে সাড়ে ছ’কোটি দর তুলে সবাইকে চমকে দিয়েছিলেন ভারতীয় বোলার মোহিত শর্মা। পিছিয়ে ছিলেন না আর এক ভারতীয় সঞ্জু স্যামসনও। চার কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল দিল্লি। ডেয়ারডেভিলসের জার্সিতেই দেখা যাবে চার কোটি ২০ লক্ষের দীপক হুডা এবং চার কোটির করুণ নায়ারকে। এর মধ্যে চমক অবশ্য অখ্যাত মুরুগান অশ্বিনের। সাড়ে চার কোটি টাকায় তাঁকে নিয়েছে পুণে রাইজিং।

advertisement

এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে নবম আইপিএল। ওয়াটসন, যুবরাজদের মতো তারকাদের সঙ্গেই নজর থাকবে ভারতের এই ক্রিকেটারদের উপরেও। বিশেষ করে নজর থাকবে পবন নেগির দিকে। কারণ, শনিবাসরীয় বেঙ্গালুরুতে তিনি ভারতীয় ক্রিকেটের নতুন সিকান্দার।

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের আগেই ‘মিলিয়নেয়ার’ পবন