শনিবার সকালে সাড়ে ছ’কোটি দর তুলে সবাইকে চমকে দিয়েছিলেন ভারতীয় বোলার মোহিত শর্মা। পিছিয়ে ছিলেন না আর এক ভারতীয় সঞ্জু স্যামসনও। চার কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল দিল্লি। ডেয়ারডেভিলসের জার্সিতেই দেখা যাবে চার কোটি ২০ লক্ষের দীপক হুডা এবং চার কোটির করুণ নায়ারকে। এর মধ্যে চমক অবশ্য অখ্যাত মুরুগান অশ্বিনের। সাড়ে চার কোটি টাকায় তাঁকে নিয়েছে পুণে রাইজিং।
advertisement
এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে নবম আইপিএল। ওয়াটসন, যুবরাজদের মতো তারকাদের সঙ্গেই নজর থাকবে ভারতের এই ক্রিকেটারদের উপরেও। বিশেষ করে নজর থাকবে পবন নেগির দিকে। কারণ, শনিবাসরীয় বেঙ্গালুরুতে তিনি ভারতীয় ক্রিকেটের নতুন সিকান্দার।
WATCH: Rampant bidding for @ImPawanNegi at the #IPLAuction. @DelhiDaredevils welcomed him with open arms in the endhttps://t.co/GTJXTDihLe
advertisement— IndianPremierLeague (@IPL) February 6, 2016