জানা গিয়েছে, গেমস ঙিলেজে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন সামোয়ার বক্সিং কোচ এলিকা ফাতুপাইতো। ক্রমশ অবনতি হতে শুরু করে তাঁর অবস্থার। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এলিকা ফাতুপাইতোর।
গেমস ভিলেজে এই খবর ছড়িয়ে পড়তেই শোকের পরিবেশ। ঘটনায় আন্তর্জাতির অলিম্পিক সংস্থা ও আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। অলিম্পিক্স আয়োজকদের সহযোগিতায় এলিকার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন সামোয়ার কর্তারা।
advertisement
আরও পড়ুনঃ Paris Olympics 2024: প্যারিসে শুটিংয়ে লক্ষ্যভেদ! ফাইনালে উঠে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রমিতা জিন্দাল
প্রসঙ্গত, বক্সিংয়ে অলিম্পিক্সে সামোয়ার যোগ্যতা অর্জন করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এলিকা ফাতুপাইতোর। তাঁর কোচিংয়েই স্বপ্নপূরণ হয়েছে সামোয়ার। একমাত্র বক্সার হিসেবে প্যারিসে যোগ্যতা অর্জন করেছেন আতো প্লজিকি ফাওগালিক। এবার কোচের মৃত্যুর আঘাত নিয়েই রিংয়ে নামবেন তিনি।