Paris Olympics 2024: প্যারিসে শুটিংয়ে লক্ষ্যভেদ! ফাইনালে উঠে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রমিতা জিন্দাল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024, Ramita Jindal: প্যারিস অলিম্পিক্সে আরও এক পদক জয়ের হাতছানি ভারতের সামনে। শুটিংয়ে পদক আসতে পারে ভারতের ঘরে। দুরন্ত পারফর্ম করে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে যোগ্যতা অর্জন করলেন রমিতা জিন্দাল।
প্যারিস: প্যারিস অলিম্পিক্সে আরও এক পদক জয়ের হাতছানি ভারতের সামনে। শুটিংয়ে পদক আসতে পারে ভারতের ঘরে। দুরন্ত পারফর্ম করে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে যোগ্যতা অর্জন করলেন রমিতা জিন্দাল। রমিতা ফাইনালে পৌছলেও শেষের দিকে অল্পের জন্য পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন এলাভেনিল ভালারিভান।
মেয়েদের ১০ মিটার ব্যক্তিগত এয়ার রাইফেলে রমিতার থেকে শুরুটা ভাল করেছিলেন এলাভেনিল। কিন্তু শেষের দিকে পিছিয়ে পড়েন তিনি। রমিতা জিন্দালের প্রতি সিরিজে তাঁর স্কোর ১০৪.৩, ১০৬, ১০৪.৯, ১০৫.৩, ১০৫.৩, ১০৫.৭। সব মিলিয়ে তাঁর স্কোর ৬৩১.৫। পঞ্চম স্থানে শেষ করে ফাইনালের টিকিট পাকা করেন বছর ২০-র রমিতা জিন্দাল। অন্যদিকে শেষ পর্যন্ত ৬৩০.৭ পয়েন্ট অর্জন করে ১০ নম্বরে শেষ করেন এলাভেনিল।
advertisement
আরও পড়ুনঃ PV Sindhu: দাপটে জয় দিয়ে প্যারিস অভিযান শুরু সিন্ধুর, প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট সেটে
advertisement
Second FINAL! Making the late surge quite a pleasant habit now. Qualifies 5th for the 10m Air Rifle Women’s Final🔥👏💪🇮🇳#Paris2024 #IndianShooting #TeamIndia #Shooting pic.twitter.com/uYzIsHTEDg
— NRAI (@OfficialNRAI) July 28, 2024
advertisement
১০ মিটার এয়ার রাইফেলে দুই প্রতিযোগিকে ঘিরেই পদক জয়ের স্বপ্ন দেখেছিল গোটা দেশ। যেভাবে শুরু করেছিলেন তাতে দুই প্রতিযেগিই ফাইনালে উঠবে মনে করা হচ্ছিল। কিন্তু প্রথম আটে না থাকায় ছিটকে গেলেন এলাভেনিল ভালারিভান। তবে শুটিং থেকে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রমিতা জিন্দাল। সোমবার ফাইনালে নামবেন ভারতীয় শুটার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2024 3:04 PM IST