TRENDING:

অলিম্পিক্সে কেমন খেলে পাকিস্তান? শুনলে হাসি থামবে না, শেষ জয় কবে জানেন?

Last Updated:

Pakistan in Olympics: জ্যাভেলিন নিক্ষেপকারী আরশাদ নাদিম প্যারিস অলিম্পিক ২০২৪-এ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ছাড়াও প্রতিবেশী দেশের দলে রয়েছে মহিলা সাঁতারু জাহানারা নবীর নাম। তিনি প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুরু হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। বিশ্বের প্রায় সব দেশই এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রস্তুত। পাকিস্তানও প্যারিস অলিম্পিকে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত। তবে আপনি জানলে অবাক হবেন যে প্রতিবেশী দেশের মাত্র ৭ জন খেলোয়াড় এবার অংশ নিচ্ছেন।
advertisement

পাকিস্তানে প্রায় ২৪০ মিলিয়ন মানুষ বাস করেন। তবুও অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টে মাত্র ৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন, এটা খুবই লজ্জাজনক ব্যাপার বলে মনে করছে পাকিস্তানের আওয়ামের একটা অংশ।

আরও পড়ুন- ২ দিনের ব্যবধানে ফের বড় প্রাপ্তি! সৌরভের মুকুটে যোগ ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’

জ্যাভেলিন নিক্ষেপকারী আরশাদ নাদিম প্যারিস অলিম্পিক ২০২৪-এ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ছাড়াও প্রতিবেশী দেশের দলে রয়েছে মহিলা সাঁতারু জাহানারা নবীর নাম। তিনি প্যারিস অলিম্পিক্সে ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিচ্ছেন।

advertisement

গোলাম মোস্তফা বশির, গুলফাম জোসেফ, কিসমালা তালাত, রফিক রিয়াজ এবং মোহাম্মদ আহমেদ দুরানিশের নাম শুটিংয়ে অন্তর্ভুক্ত রয়েছে। বশির ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল, গুলফাম ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম, তালাত ১০ মিটার এয়ার পিস্তল, ২৫ মিটার এয়ার পিস্তল মিশ্র, রিয়াজ ১০০ মিটার এবং দুরানীশ ২০০ মিটার ফ্রিস্টাইল।

advertisement

অলিম্পিক গেমসে পাকিস্তান এখনও পর্যন্ত ১০টি পদক জিতেছে। এর মধ্যে রয়েছে ৩টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পদক। পাকিস্তানের হকি দল এবার পারফর্ম করবে। সেই হকিল দলই ৩টি সোনা, ৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জ-সহ সর্বোচ্চ ৮টি পদক জিতেছে। বাকি দুটি পদক এসেছে বক্সিং এবং কুস্তি থেকে।

আরও পড়ুন- অলিম্পিক্স পদক জয় সহজ নয়! মা’কে ফোনে যা বলেন সরবজিৎ, অবাক হয়ে যাবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে প্রথম পদক জিতেছিল পাকিস্তানি হকি দল। অলিম্পিক্সে ৩২ বছর আগে শেষবার জয় এসেছিল পাকিস্তানের। তার পর থেকে খালি হাতেই ফিরতে হয়েছে পাক অ্যাথলিটদের।

বাংলা খবর/ খবর/খেলা/
অলিম্পিক্সে কেমন খেলে পাকিস্তান? শুনলে হাসি থামবে না, শেষ জয় কবে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল