সম্প্রতি জাতীয় নির্বাচনী ট্রায়ালে শীতল দেবী অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৬০ জনেরও বেশি সক্ষম তিরন্দাজ অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও শীতল ৭০৩ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান দখল করেন — প্রথম রাউন্ডে ৩৫২ ও দ্বিতীয় রাউন্ডে ৩৫১ পয়েন্ট পেয়ে। ফাইনাল তালিকায় তেজল সালভে প্রথম, বৈদেহী যাধব দ্বিতীয় এবং শীতল তৃতীয় হন। মাত্র ০.২৫ পয়েন্টের ব্যবধানে তিনি জ্ঞানেশ্বরীকে পরাজিত করেন।
advertisement
এই সাফল্যের ফলে শীতল দেবী সক্ষম অ্যাথলিটদের জুনিয়র দলে সুযোগ পেয়েছেন। তিনি এখন জেড্ডায় অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের তৃতীয় ধাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন। তুরস্কের আজোনুর কুর গির্দি, যিনি নিজেও একজন প্যারা অ্যাথলিট হয়েও সক্ষম প্রতিযোগিতায় অংশ নেন, তাঁর কাছ থেকেই শীতল অনুপ্রেরণা পেয়েছেন।
আরও পড়ুনঃ কেরিয়ার শেষ ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনারের! ‘কোচ’ বলে দিলেন বড় কথা
নিজের এই সাফল্যে শীতল দেবী আবেগাপ্লুত। তিনি বলেন, “খেলা শুরু করার পর থেকেই আমার স্বপ্ন ছিল একদিন সক্ষম খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করা। বহুবার ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। আজ সেই স্বপ্ন পূরণের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।” তাঁর এই অদম্য লড়াই ও মনোবল ভারতের প্রতিটি তরুণ-তরুণীর জন্য এক জীবন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে।
