এদিন ৩৭ বলে ৪৬ রান করে আউট হন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে এদিন অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। ব্যাট হাতে মারেন তিনটি ছক্কা। অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুন। এই ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা পাকা করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশের সুপার টুয়েলভে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সেসব সংশয় হেলায় উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
advertisement
আরও পড়ুন- বিশাল ব্যবধানে জিতে বিশ্বকাপের সুপার টুয়েলভে ছাড়পত্র পেল সাকিবের বাংলাদেশ
এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৮১ রান তুলেছিল। জবাবে পাপুয়া নিউ গিনি ১৯.৩ ওভারে ৯৭ রানে অল-আউট হয়ে যায়। এদিন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ হাফ সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। তবে পাপুয়া নিউ গিনি এদিন ফিল্ডিংয়ে নজর কেড়েছে। বাংলাদেশ ইনিংসের ১৩.৪ ওভারে আসাদ ভালার বলে লং অনে ক্যাচ তুলে দেন সাকিব। প্রায় অসম্ভব ক্যাচ ধরে ফেলেন আমিনি। বল প্রায় মাটি ছুঁয়ে ফেলেছিল। এমন সময় চিলের মতো ছো মেরে ক্যাচ তুলে নেন পাপুয়া নিউ গিনির আমিনি। এমন দুরন্ত ক্যাচ দেখে অনেকেই অবাক। কেউ কেউ তো বলতে শুরু করেছেন, টি-২০ বিশ্বকাপে এমন অসাধারণ ক্যাচ আর দেখা যাবে কি না সন্দেহ। আমিনির দুর্দান্ত ক্যাচ এদিন সাকিবের হাফ সেঞ্চুরি রুখে দেয়।