বাংলাদেশে র বিরুদ্ধেও স্বস্তিদায়ক জয় রোহিত শিবিরকে সুপার ফোরে -র পাকিস্তান ম্যাচের আগে বাড়তি আনন্দ দিচ্ছে ৷ এছাড়াও আরও একটা জিনিস ভারতীয় শিবিরকে পাশাপাশি ভারতীয় ক্রিকেট ফ্যানদের খুশি করে দিতে পারে ৷ সেটা হল একটা ভিডিও ৷
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নানা কারণে একেবারে তলানিতে ৷ সীমান্তেও গোলাগুলি চলতেই থাকে ৷ বাইশ গজে যখন ভারত -পাকিস্তান ম্যাচ হয় তখন তা কোনও যুদ্ধের থেকে কোনও অংশে কম হয় না ৷ এরই মধ্যে এক ভাইরাল ভিডিও পুরো আবহাওয়াটাই বদলে দিচ্ছে রবিবারের মেগা এনকাউন্টারের আগে ৷
advertisement
আরও পড়ুন - ISL-র এই মরশুমে সেরা বিদেশিদের নিয়ে বাজিমাতের স্ট্র্যাটেজি ATK-র
এশিয়া কাপে গ্রুপ পর্বের ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে ঘটেছিল এই ঘটনা ৷ ম্যাচ শুরুর আগে পাকিস্তানের এক ক্রিকেটপ্রেমী পাক পতাকা হাতে নিয়েই গলা মেলালেন ভারতের জাতীয় সঙ্গীতের সঙ্গে। সম্প্রীতির দুরন্ত নিদর্শন হিসেবে দেখা হচ্ছে এই পোস্টকে।
রবিবারে ম্যাচের আগে পাকিস্তানি ক্রিকেট ফ্যান আদিল তাজ নামে সেই পাক সমর্থক এখন শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন ৷