পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে রাওয়ালপিন্ডি ১ ডিসেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে গেছে৷ এক দশক বাদে পাকিস্তানে সফর করছে ইংল্যান্ড৷ পাকিস্তানে এমন পিচ তৈরি হয়েছে যা ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য৷ প্রথম ইনিংসে দু দল মিলিয়ে মোট ৯ জন শতরান করে ফেলেছেন৷ এই ম্যাচে এবার জো রুটের ব্যাটিং ভাইরাল হয়ে গেছে৷
advertisement
আরও পড়ুন - Cyclone Update: ফের বইবে হু হু করে হাওয়া, উথালপাথাল হবে সমুদ্র, কলকাতার কী হাল, রইল আপডেট
রইল সেই ভাইরাল ভিডিও
ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন নন স্ট্রাইক এন্ডে কোনও কিছুর সাহায্য ছাড়া ব্যাট দাঁড়িয়ে ছিল৷ তার ভিডিও ধড়াধড় শেয়ার হচ্ছে৷ রুটের ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড শেয়ার করেছে৷
ইংল্যান্ডেক জো রুট রাওয়ালপিন্ডি টেস্টে ২০২২ এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে বাঁ হাতের ক্রিকেটার খেলার সিদ্ধান্ত নিয়েছিল , ১৯৮৬ তে- ফয়সলাবাদ ওয়ানডে পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক এরকম করেছিল৷ এদিকে সুনীল গাভাসকরও কর্নাটকের বিরুদ্ধে ১৯৮১ তে রনজি ট্রফি সেমিফাইনালেও এরকম করেছিলেন৷