TRENDING:

Viral Video: পাকিস্তান পিচকে হাসির খোরাক করলেন জো রুট, ঘপাঘপ শেয়ার হচ্ছে ভাইরাল ভিডিও

Last Updated:

তার ভিডিও ধড়াধড় শেয়ার হচ্ছে৷ রুটের ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড শেয়ার করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাওয়ালপিন্ডি: পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ রাওয়ালপিন্ডিতে খেলা হবে। এই ম্যাচে পিচ এমন ব্যবহার করছে যা নিয়ে প্রচুর সমালোচনা চলছে৷ প্রথম ইনিংসে ৪ জন ক্রিকেটার শতরান করেছিলেন যার দৌলতে ৬৫৭ রান হয়েছিল৷ পাকিস্তানও খুব একটা পিছিয়ে ছিল না তারাও ৫৭৯ রান করে ফেলে৷ তিন জন পাক ক্রিকেটার শতরান করেন৷ ম্যাচের চতুর্থ দিনে তিনি মজার ভিডিওর খোরাক দিয়ে দেন৷ পাকিস্তান ক্রিকেট নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেছে৷ যা একেবারে ভাইরাল ভিডিও হয়ে গেছে৷
pakistan vs england: joe root decides to bat left handed video goes viral- Photo - AP
pakistan vs england: joe root decides to bat left handed video goes viral- Photo - AP
advertisement

পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে রাওয়ালপিন্ডি ১ ডিসেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে গেছে৷ এক দশক বাদে পাকিস্তানে সফর করছে ইংল্যান্ড৷ পাকিস্তানে এমন পিচ তৈরি হয়েছে যা ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য৷ প্রথম ইনিংসে দু দল মিলিয়ে মোট ৯ জন শতরান করে ফেলেছেন৷ এই ম্যাচে এবার জো রুটের ব্যাটিং ভাইরাল হয়ে গেছে৷

advertisement

আরও পড়ুন -  Cyclone Update: ফের বইবে হু হু করে হাওয়া, উথালপাথাল হবে সমুদ্র, কলকাতার কী হাল, রইল আপডেট

রইল সেই ভাইরাল ভিডিও

advertisement

ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন নন স্ট্রাইক এন্ডে কোনও কিছুর সাহায্য ছাড়া ব্যাট দাঁড়িয়ে ছিল৷ তার ভিডিও ধড়াধড় শেয়ার হচ্ছে৷ রুটের ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড শেয়ার করেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

ইংল্যান্ডেক জো রুট রাওয়ালপিন্ডি টেস্টে ২০২২ এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে বাঁ হাতের ক্রিকেটার খেলার সিদ্ধান্ত নিয়েছিল , ১৯৮৬ তে- ফয়সলাবাদ ওয়ানডে পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক এরকম করেছিল৷ এদিকে সুনীল গাভাসকরও কর্নাটকের বিরুদ্ধে ১৯৮১ তে রনজি ট্রফি সেমিফাইনালেও এরকম করেছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: পাকিস্তান পিচকে হাসির খোরাক করলেন জো রুট, ঘপাঘপ শেয়ার হচ্ছে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল