আরও পড়ুন: ক্যানসারে মারা গিয়েছেন স্ত্রী, সহ্য করতে না পেরে শোকে আত্মঘাতী আইপিএস অফিসার
বিশ্বকাপে বিপর্যয়ের পরে পাক ক্রিকেট বোর্ড সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে বলে শোনা গিয়েছিল। এর মধ্যেই বাবর আজম, হ্যারিস রাউফ, মহম্মদ আমির, আজম খান-সহ ছয় ক্রিকেটার বিশ্বকাপ থেকেই বিদায় নেওয়ার পরে লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তাই এই ছয ক্রিকেটার ছাড়া বাকি সবাই মঙ্গলবার দেশে ফেরেন। এর মধ্যেই সমাজমাধ্যেমে ভাইরাল হয় হ্যারিস রাউফের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে সমর্থককে মারতে ছুটছেন পাক পেসার হ্যারিস রাউফ, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।
advertisement
স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন রাউফ। সেই সময় এক জন পাকিস্তানের সমর্থক পাক পেসারকে ছবি তোলার অনুরোধ করেন। সেই অনুরোধ ফিরিয়ে দেন পাক পেসার। তার পরেও ওই সমর্থক আবার ছবি তোলার চেষ্টা করতে গেলে মোজাজ হারান রাউফ, ওই সমর্থককে মারতে ছোটেন। স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পরে অন্য একজন এসে রাউফকে আটকান। সেই সময়ে রাউফকে বলতে শোনা যায়, ‘আমার বাবাকে গালাগালি করছে, এ নিশ্চয়ই ভারতীয়’। ছবি তুলতে চাওয়া সেই সমর্থক বলেন, তিনি পাকিস্তানি। যা শুনে রাউফ বলেন, “পাকিস্তান থেকে এসেছিস তাও তোর এমন অবস্থা!” রাউফের এই আচরণে বিতর্কের ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে।