এবার পন্ত পর্ব অতীত করে নাসিম শাহে মজেছেন বলি সুন্দরী। এমন জল্পনাই শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ঋষভকে ভুলে গিয়েছেন এবার পাক তরুণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন উর্বশী। ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিম শাহের একটি ভিডিয়ো শেয়ার করেন। তাতে ছিল রোম্যান্টিক গানের ছোঁয়া।
এর পরেই চর্চা শুরু হয় উর্বশী এবং নাসিম শাহের সম্পর্ক নিয়ে। এর কারণে বলি অভিনেত্রীকে ট্রোলডও হতে হয়। আর এবার এই বিষয়ে মুখ খুলছেন ১৯ বছরের উঠতি পাক তারকা। অভিনেত্রী উর্বশীকে নিয়ে এমন বক্তব্য রেখেছেন পাকিস্তানি ক্রিকেটার নাসিম, যা সকলকে চমকে দিয়েছে।
advertisement
নাসিমকে প্রশ্ন করা হয়েছিল যে, উর্বশীর পোস্ট সম্পর্কে তিনি কী ভাবছেন এবং কেন তিনি সেই অভিনেত্রীর নাম শুনে হাসতে শুরু করলেন, তখন নাসিম শাহ এর মজার উত্তর দেন। নাসিম আরও বলেন, জানি না কে এই সব কথা বলেছেন। উর্বশী রাউতেলা কে, সেটাই তো আমি জানি না। কে কী জন্য এই ভিডিয়ো দিয়েছে, তা আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই।
আমাকে যদি কারোর ভাল লেগে থাকে, তা হলে খুব ভাল কথা। আমি জানি আমার একমাত্র লক্ষ্য এখন পাকিস্তান দলে জায়গা নিয়মিত করা। ক্রিকেট ছাড়া আমার অন্য কোনও ব্যাপারে নজর নেই। নিজেকে দেশের স্বার্থে উজাড় করে দিতে চাই। অতীতে পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আক্রম, শাহিদ আফ্রিদিদের প্রচুর মহিলা ভক্ত ছিলেন ভারতে। নাসিম সেভাবেই ভারতের মহিলা ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করছেন উর্বশীকে দেখেই পরিষ্কার।