প্রাক্তন টেস্ট উইকেটরক্ষক ক্রিকেটার অশরফ আলি বলেন, ‘‘আজ সকালে উনি ৬১ রান করে খেলছিলেন৷ তখন বুকে ২ বার ব্যাথার অভিযোগ করেন৷ আমরা বুঝতে পারি ওঁকে হাসপাতালে পাঠানো উপযুক্ত হবে৷ সেখানে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷’’ ইউবিএল পরিসরে পখতুনখা দলের বিরুদ্ধে ফার্স্টক্লাস ক্রিকেটে ৯০০০ রান পূরণ করা আবিদ হাল বাংলাদেশ সফল টেস্ট সফরে, এরপর তিনি মধ্য পঞ্জাবের দলের সঙ্গে যোগ দেন৷
advertisement
আরও পড়ুন - HBD: ৩২-এ কার জন্য কুমারী Tamannaah bhatia, Virat Kohli থেকে পাকিস্তানি ক্রিকেটার সকলের সঙ্গে জড়িয়েছে নাম
এর মধ্যে ডন সংবাদপত্রের সঙ্গে কথোপকথনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিক জানিয়েছেন, ‘‘তাঁর কাঁধের পাশে ব্যাথা করছিল, এরসঙ্গে অস্বস্তি ও শরীর ভারী লাগছিল৷ এরপর তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়, তাঁর প্রাথমিক রিপোর্টে সবকিছু ভালো এসেছে৷ বর্তমান ফার্স্ট ক্লাস মরশুমের কথা বললে বলতে হয় ৫২ গড়ে ৭৬৬ রান করেছেন তিনি৷ এতে ৩ টি শতরান রয়েছে৷
আরও পড়ুন - Explained: Over Weight, Hairfall,রয়েছে লুকনো উপসর্গও, ভয়ঙ্কর এই রোগ নয় তো
গত কয়েকদিন আগে বাংলাদেশ সফরে (Bangladesh vs Pakistan) ওপেনার ক্রিকেটার আবিদ আলি শানদার পারফরম্যান্স করেছেন৷ ৩৪ বছরের বাঁ হাতি ক্রিকেটার ৷ তিনি ৮৮ গড়ে ২৬৩ রান করেছেন৷ তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হন৷ পাকিস্তানের হয়ে ১৬ টেস্টে ২৬ ইনিংসে ৪৯ গড়ে ১১৮০ রান করেছিলেন৷ ৪ টি শতরান, ৩ টি অর্ধশতরান করেন৷ এছাড়া ৬ ওয়ানডে -তে একটি শতরান এবং একটি অর্ধ শতরান ২৩৪ রান করেছেন৷