TRENDING:

খানাপিনায় দিলখুশ! হায়দরাবাদি বিরিয়ানি, মটন কারিতে মজেছেন বাবর আজমরা

Last Updated:

মটন, চিকেন, মাছেই প্রোটিন পুষ্টি। কবজি ডুবিয়ে বিরিয়ানি খাচ্ছেন পাক ক্রিকেটাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পারাদীপ ঘোষ, কলকাতা: হায়দরাবাদি বিরিয়ানি, মটন কারির সঙ্গে বাটার চিকেন বা ফিশ তন্দুরি। নিজামের শহরে দাওয়াত-ই-মজলিসে মজেছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার এহেসান ইফতিকার নেগি তো সোশ্যাল সাইটে হায়দরাবাদি বিরিয়ানির ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘ফার্স্ট থিঙ্গস ফার্স্ট। লিভড আপ টু হাইপ’’!
খানাপিনায় দিলখুশ, হায়দরাবাদি বিরিয়ানি, মটন কারিতে মজেছেন বাবর আজমরা (Photo Source: X)
খানাপিনায় দিলখুশ, হায়দরাবাদি বিরিয়ানি, মটন কারিতে মজেছেন বাবর আজমরা (Photo Source: X)
advertisement

পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রউফ আবার অনুশীলনের নামার আগে ভারতীয় খাবার নিয়ে বলছেন, ‘‘জবরদস্ত…! মজা আ গেয়া…।’’ বাইশ গজে বিশ্বযুদ্ধ শুরুর কাউন্টডাউন চলছে। বিশ্বকাপে নামার আগে আপাতত ভারতীয় খানাপিনায় মজে প্রতিবেশি পাকিস্তানের ক্রিকেটাররা।

আরও পড়ুন– কলকাতা সেরা মহমেডান, উদযাপনের মাঝে মেহরাজকে ধন্যবাদ জানাচ্ছে সাদা-কালো ব্রিগেড

২০১৬-এর পর ২০২৩। সাত বছরের ব্যবধানে ফের ভারতের মাটিতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। বিমানবন্দরের পা রেখেই যে ভাবে ভারতীয়দের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন পাক তারকারা, তাতে এক কথায় অভিভূত বাবর আজমরা। সলমন আগা বা মহম্মদ নওয়াজের মত প্রথম বার ভারতে আসা পাক ক্রিকেটাররা বলেছেন, ‘‘আমরা আশা করেছিলাম আমাদের ম্যাচে গ্যালারি ভরা থাকবে। কিন্তু ভারতের মাটিতে পা রেখেই যে ভাবে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছি, তাতে আমরা অভিভূত।’’

advertisement

আরও পড়ুন– রাতের বেলায় দই খাওয়ার অভ্যাস রয়েছে? শরীরের পক্ষে তা ক্ষতিকর কি না, জেনে নিন

advertisement

যদিও পাকিস্তানের পক্ষে অনুশীলন ম্যাচটা শুক্রবার সুখকর হল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে ৩৪৫ রান তুলেও হারতে হল বাবর আজমদের।  ৩৩ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। পাকিস্তানের অনুশীলন ম্যাচে অবশ্য কোনও দর্শকের প্রবেশাধিকার ছিল না। শুক্রবার হায়দরাবাদ স্টেডিয়ামে দর্শক শূন্য ম্যাচে পাকিস্তানের দলের হয়ে শতরান করেন রিজওয়ান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশ্বকাপে ৬ অক্টোবর পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ১০ অক্টোবর হায়দরাবাদের মাঠে শাহিন আফ্রিদিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৪ অক্টোবর বিশ্ব ক্রিকেটের মহারণ। আহমেদাবাদে মুখোমুখি হবেন বাবর আজম, বিরাট কোহলিরা। এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। ইতিমধ্যে বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
খানাপিনায় দিলখুশ! হায়দরাবাদি বিরিয়ানি, মটন কারিতে মজেছেন বাবর আজমরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল