পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রউফ আবার অনুশীলনের নামার আগে ভারতীয় খাবার নিয়ে বলছেন, ‘‘জবরদস্ত…! মজা আ গেয়া…।’’ বাইশ গজে বিশ্বযুদ্ধ শুরুর কাউন্টডাউন চলছে। বিশ্বকাপে নামার আগে আপাতত ভারতীয় খানাপিনায় মজে প্রতিবেশি পাকিস্তানের ক্রিকেটাররা।
আরও পড়ুন– কলকাতা সেরা মহমেডান, উদযাপনের মাঝে মেহরাজকে ধন্যবাদ জানাচ্ছে সাদা-কালো ব্রিগেড
২০১৬-এর পর ২০২৩। সাত বছরের ব্যবধানে ফের ভারতের মাটিতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। বিমানবন্দরের পা রেখেই যে ভাবে ভারতীয়দের থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন পাক তারকারা, তাতে এক কথায় অভিভূত বাবর আজমরা। সলমন আগা বা মহম্মদ নওয়াজের মত প্রথম বার ভারতে আসা পাক ক্রিকেটাররা বলেছেন, ‘‘আমরা আশা করেছিলাম আমাদের ম্যাচে গ্যালারি ভরা থাকবে। কিন্তু ভারতের মাটিতে পা রেখেই যে ভাবে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছি, তাতে আমরা অভিভূত।’’
advertisement
আরও পড়ুন– রাতের বেলায় দই খাওয়ার অভ্যাস রয়েছে? শরীরের পক্ষে তা ক্ষতিকর কি না, জেনে নিন
যদিও পাকিস্তানের পক্ষে অনুশীলন ম্যাচটা শুক্রবার সুখকর হল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে ৩৪৫ রান তুলেও হারতে হল বাবর আজমদের। ৩৩ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। পাকিস্তানের অনুশীলন ম্যাচে অবশ্য কোনও দর্শকের প্রবেশাধিকার ছিল না। শুক্রবার হায়দরাবাদ স্টেডিয়ামে দর্শক শূন্য ম্যাচে পাকিস্তানের দলের হয়ে শতরান করেন রিজওয়ান।
বিশ্বকাপে ৬ অক্টোবর পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ১০ অক্টোবর হায়দরাবাদের মাঠে শাহিন আফ্রিদিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৪ অক্টোবর বিশ্ব ক্রিকেটের মহারণ। আহমেদাবাদে মুখোমুখি হবেন বাবর আজম, বিরাট কোহলিরা। এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। ইতিমধ্যে বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।