ভারতীয় হ্যান্ডবল দল প্রাথমিকভাবে কালো আর্মব্যান্ড পরে ম্যাচ খেলার জন্য তৈরি হয়েছিল। কিন্তু আয়োজকদের তরফে অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি ম্যাচ না খেললেও ভারতকে নির্বাসিত করার হুমকি দেয় এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন। পাশাপাশি মোটা টাকার জরিমানাও দিতে বলা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- টেরিটোরিয়াল আর্মি সক্রিয় করার নির্দেশ! সেনার ইউনিফর্মে এবার কি দেখা যাবে ধোনিকে!
advertisement
দুই দেশের মধ্যে সংঘাতের আবহে ভারতীয় দল এই ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেবে কি না, সেই বিষয়ে সরকারের পরামর্শ চাওয়া হয়েছিল বলে দাবি সংস্থার। তবে তাদের তরফে কিছু জানানো হয়নি কোনও পর্যায় থেকেই। গ্রুপ পর্বের এই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ০-২ স্কোরে হারে ভারত। তবে পাকিস্তানের সঙ্গে বর্তমান সম্পর্কের জেরে এই লিগ পর্বের ম্যাচ খেলার যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে।
ভারতীয় হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, “আমাদের বলা হয়, ম্যাচ বয়কট করলে ১০ হাজার ডলার জরিমানা দিতে হবে। এমনকী আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ভারতকে দু’বছরের জন্য বহিষ্কার করার হুমকিও দেওয়া হয়। তাই সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে নামা ছাড়া আর কোনও রাস্তা ছিল না আমাদের সামনে।”