TRENDING:

P V Sindhu: প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আইসক্রিম খাবেন পি ভি সিন্ধু? কী জানালেন পদকজয়ীর গর্বিত বাবা ?

Last Updated:

সহজাত দক্ষতা এবং প্রতিভায় মাইলফলকের মালিক পি ভি সিন্ধু (PV Sindhu) ৷ টোকিয়ো অলিম্পিকে রবিবার ব্যাডমিন্টনে পদক জয়ের সঙ্গে নতুন ইতিহাস লিখেছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ : সহজাত দক্ষতা এবং প্রতিভায় মাইলফলকের মালিক পি ভি সিন্ধু (PV Sindhu) ৷ টোকিয়ো অলিম্পিকে রবিবার ব্যাডমিন্টনে পদক জয়ের সঙ্গে নতুন ইতিহাস লিখেছেন তিনি ৷ প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে দু’টি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ী হলেন ৷
advertisement

সিন্ধুর বাবা পিভি রমানা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘সম্ভবত ৩ অগাস্ট দেশে ফিরছে সিন্ধু ৷ আমার দিল্লি যাওয়ার পরিকল্পনা আছে ৷ অলিম্পিকে যাওয়ার আগে প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছিলেন এবং সিন্ধুকে বলেছিলেন যে টোকিয়ো থেকে ফেরার পর তাঁরা একসঙ্গে আইসক্রিম খাবেন ৷ এ বার সিন্ধু প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে আইসক্রিম খাবে ৷’’ অলিম্পিক থেকে আরও পদক দেশে আসুক, সে কথাও জানাতে ভোলেননি গর্বিত পিতা ৷

advertisement

প্রসঙ্গত সম্ভাব্য আইসক্রিম পর্ব এখন নেট দুনিয়াতেও বহু চর্চিত ৷ পর্বের সূত্রপাত গত ১৩ জুলাই ৷ সেদিন ভার্চুয়াল সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সিন্ধুর বাবা মা ৷ অলিম্পিকের জন্য তাঁর প্রস্তুতি কেমন চলছে, সে কথা জানতে চান নরেন্দ্র মোদী ৷ সিন্ধুর কাছে তিনি জানতে চান, প্রস্তুতিপর্বে নিজের প্রিয় আইসক্রিম তিনি খাওয়ার অনুমতি পাচ্ছেন কি না৷

advertisement

উত্তরে প্রধানমন্ত্রীকে সিন্ধু বলেন, ‘‘স্যর, আমাকে ডায়েট নিয়ন্ত্রণ করতেই হচ্ছে ৷ কারণ একজন অ্যাথলিটের কাছে ডায়েট খুব গুরুত্বপূ্র্ণ ৷ আর যেহেতু আমি অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই কিছু ডায়েট কন্ট্রোল তো আমাকে করতেই হবে ৷ তাই আমি বেশি আইসক্রিম একদমই খাই না ৷ শুধুমাত্র ক্বচিৎ একটা ৷’’

advertisement

তার পরই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে অলিম্পিক থেকে সিন্ধু ফেরার পর তাঁরা একসঙ্গে আইসক্রিম খাবেন ৷ রবিবার সিন্ধু ব্রোঞ্জজয়ী হওয়ার পর নতুন করে চর্চিত হচ্ছে আইসক্রিমের প্রসঙ্গ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

টোকিয়ো অলিম্পিকে পদকজয়ী আর এক ভারতীয় অ্যাথলিট মণিপুরের চানুর সঙ্গে ইতিমধ্যেই আইসক্রিম খেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অনুরাগ ঠাকুর ৷ এর পর এখন সিন্ধু ও প্রধানমন্ত্রীর একসঙ্গে আইসক্রিম খাওয়া দৃশ্য দেখার স্বপ্নে বিভোর দেশ ৷ নেটিজেনদের মত, প্রধানমন্ত্রীর সঙ্গে আইসক্রিম খাওয়ার সুযোগ সকলের হয় না ৷ সিন্ধু এই সুযোগ জয় করেছেন নিজের প্যাশন, উৎসর্গ এবং কঠিন পরিশ্রমের বিনিময়ে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
P V Sindhu: প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আইসক্রিম খাবেন পি ভি সিন্ধু? কী জানালেন পদকজয়ীর গর্বিত বাবা ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল