এবারের ভারতীয় দল গত বারের দলের তুলনায় তিনগুণ বড়৷ ২০১৬ থেকে ২০২০ তে চারটি অতিরিক্ত খেলার জন্য যোগ্যাত পেরিয়েছে ভারত৷ মালিক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দীপা মালিক ভারতীয় দলকে নিয়ে প্রচুর আশা প্রকাশ করেছেন৷ প্যারা অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি পদক জিতেছিলেন৷ বিশ্ব ক্রমতালিকায় ভারতীয়রা ভালো পারফরম্যান্স করায় এবারের ইভেন্টগুলিতে ভালো পারফর্ম করবে৷
advertisement
দীপা জানিয়েছেন এবারের বিভিন্ন ইভেন্টে শীর্ষ স্থানাধিকারী প্লেয়াররা রয়েছেন যাঁরা প্যারাঅলিম্পিক্সে পারফর্ম করতে যাচ্ছেন৷ ২০১৬ তে ভারতীয় দল দুটি সোনার পদক, একটি রুপোর পদক, একটি ব্রোঞ্জ পদক পেয়েছিল৷ বল থ্রোয়িংয়ে রুপো জেতা দীপা গেমজ ভিলেজে সকলের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে৷
ভারত হাইজাম্প ও জ্যাভলিন থ্রোতে ভালো পারফর্ম করবে৷ এছাড়াও টেবল টেনিস, জ্যাভলিন থ্রো, পাওয়ার লিফ্টিং, তাইকোন্ডো ও হাই জাম্পেও পদকের আশা করছে৷ গুজরাতের ভাবিনা প্যাটেল, সোনলবেন পটেল ২৫ অগাস্ট থেকে টেবল টেনিস খেলা শুরু করবেন৷ এঁরা দুজনেই এশিয়ান গেমসে পদক জিতেছেন৷
প্যারা তাইকোন্ডোতে ভারতের প্রতিনিধিত্ব করবেন ২১ বছরের অরুণা তংবর৷ হরিয়ানার এই ক্রীড়াবিদ মহিলাদেল অনুর্ধ্ব ৪৯ কিলোর ৪৪ বর্গতে অংশ নেবে৷ তিনি এখন বিশ্ব ক্রমতালিকায় ৩০ তম স্থানে রয়েছেন৷ প্যারা পাওয়ার লিফটিংয়ে জয়দীপ ও সকিনা খাতুন ভারতের হয়ে নামবেন৷ বাংলার সাকিনা বেঙ্গালুরুর সাইতে ট্রেনিং পান৷ সাকিনা মহিলাদের ৫০ কেজি বিভাগে অংশ নেবেনষ তিনি ২০১৪ গ্লাসগো তে ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷ এছাড়া ২০১৮ এশিয়ান গেমসে তিনি রুপো পান৷ জয়দীপ ৬৫ কেজি বিভাগে নিজের লড়াই পেশ করবেন৷
