কিন্তু আশাভঙ্গ হতে হল চতুর্থ রাউন্ডেই । মারিয়া শোরাপোভা-সেরেনা উইলিয়ামসের ঐতিহাসিত দ্বৈরথ দেখতে যখন প্রতিটা মুহূর্তের হিসেব রাখছে তখনই ম্যাচের মাত্র কয়েক মিনিট আগেই নাম তুলে নিলেন সেরেনা । বুকের চোটের জন্য ট্যুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন তিনি ।
আরও পড়ুন: বিশ্বকাপ মহাযজ্ঞের প্রধান লুজনিকি স্টেডিয়ামের সফর সেরে নিন এক ক্লিকে
advertisement
তবে কি স্বপ্নভঙ্গ ? মা হওয়ার পর ফিটনেস হারালেন আয়রন লেডি ? অবসর নেওয়ার পরেও গ্র্যান্ডস্লাম জেতার খিদে সার্কিটে ফিরিয়ে এনেছিল কিম ক্লিস্টার্সকে । মা হওয়ার পর অধরা গ্র্যান্ডস্লাম জিতে ইতিহাস গড়েছিলেন তিনি । কিন্তু সেরেনা ? তিনি তো স্বপ্নের কারিগর ।
আর তাই পাখির চোখ স্থির করেই চলেন সেরেনা । ফরাসি ওপেন থেকে নাম তুলে নেওয়ার প্রধান কারণ উইম্বলডনে স্বমহিমায় ফিরতে চান তিনি । ঘাসের কোর্টে বিশ্ব টেনিসের সবচেয়ে সম্মানজনক খেতাব যে জিততেই হবে টেনিস বিশ্বের রানিকে । সারা বিশ্বও কোথাও যেন জানে তিনি পারবেনই ।