মার্কেটিং-এর উদ্দেশে তাঁর নাম ও ছবি ব্যবহার করেছে বেশ কয়েকটি সংস্থা। সিন্ধুর অভিযোগ এমনই। নামীদামি ব্র্যান্ড তারকাদের বিজ্ঞাপনের মুখ করে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট তারকার সঙ্গে সেই সংস্থার টাকার বিনিময়ে চুক্তি হয়। তা ছাড়া নিয়ম মেনে সেই তারকার অনুমতিরও দরকার পড়ে। সিন্ধু জানিয়েছেন, বেশ কয়েকটি সংস্থা তাঁর অনুমতি না নিয়েই তাঁর নাম ও ছবি ব্যবহার করছে। তিনি সেই সংস্থাগুলিকে সতর্ক করেছেন। স্পোর্টস মার্কেটিং এজেন্সি বেসলাইন ভেনচার্স অনুযায়ী, যে সব ব্র্যান্ড তাঁর অনুমতি চাড়া নাম ও ছবি ব্যবহার করেছে, সিন্ধু তাদের কাছে ৫ কোটি টাকা দাবি করেছেন।
advertisement
মোট ২০টি ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সিন্ধুর। তিনি এই ২০টি ব্র্যান্ডের নামে আদালতে মামলা করতে পারেন বলেও খবর। এর মধ্যে ১৫টি সংস্থাকে ইতিমধ্যেই সিন্ধু আইনি নোটিশ পাঠিয়েছেন। বাকি সংস্থাগুলির বিরুদ্ধেও সিন্ধু আদালতে মামলা করতে পারেন বলে খবর।
