TRENDING:

PV Sindhu: অনুমতি না নিয়ে নাম, ছবি ব্যবহার! ২০টি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ সিন্ধুর

Last Updated:

পিভি সিন্ধু ইতিমধ্যে ১৫টি সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: এমনিতে তিনি খুব একটা রাগ করেন না। কোর্ট হোক বা কোর্টের বাইরে, পিভি সিন্ধুকে দেখে শান্তশিষ্ট স্বভাবের বলেই মনে হয়। তবে তাঁর নাম নিয়ে যা খুশি হলে তিনি কেন ছেড়ে কথা বলবেন! টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে দেশে ফিরেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিক্সে পদক জিতলেন সিন্ধু। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। সিন্ধু টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের পর গোটা দেশের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছে। এমনকী কয়েকটি ব্র্যান্ডও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটি সংস্থা সিন্ধুর অনুমতি না নিয়েই তাঁর নাম ও ছবি ব্যবহার করেছে বলে অভিযোগ। এবার সেই সব ব্র্যান্ড-এর বিরুদ্ধে আদালতে যেতে পারেন হায়দরাবাদের ব্যাডমিন্টন তারকা।
advertisement

মার্কেটিং-এর উদ্দেশে তাঁর নাম ও ছবি ব্যবহার করেছে বেশ কয়েকটি সংস্থা। সিন্ধুর অভিযোগ এমনই। নামীদামি ব্র্যান্ড তারকাদের বিজ্ঞাপনের মুখ করে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট তারকার সঙ্গে সেই সংস্থার টাকার বিনিময়ে চুক্তি হয়। তা ছাড়া নিয়ম মেনে সেই তারকার অনুমতিরও দরকার পড়ে। সিন্ধু জানিয়েছেন, বেশ কয়েকটি সংস্থা তাঁর অনুমতি না নিয়েই তাঁর নাম ও ছবি ব্যবহার করছে। তিনি সেই সংস্থাগুলিকে সতর্ক করেছেন। স্পোর্টস মার্কেটিং এজেন্সি বেসলাইন ভেনচার্স অনুযায়ী, যে সব ব্র্যান্ড তাঁর অনুমতি চাড়া নাম ও ছবি ব্যবহার করেছে, সিন্ধু তাদের কাছে ৫ কোটি টাকা দাবি করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

মোট ২০টি ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সিন্ধুর। তিনি এই ২০টি ব্র্যান্ডের নামে আদালতে মামলা করতে পারেন বলেও খবর। এর মধ্যে ১৫টি সংস্থাকে ইতিমধ্যেই সিন্ধু আইনি নোটিশ পাঠিয়েছেন। বাকি সংস্থাগুলির বিরুদ্ধেও সিন্ধু আদালতে মামলা করতে পারেন বলে খবর।

বাংলা খবর/ খবর/খেলা/
PV Sindhu: অনুমতি না নিয়ে নাম, ছবি ব্যবহার! ২০টি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ সিন্ধুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল