TRENDING:

কেট ও মেগান দুই জা, এবার সেই কাজ করবেন যা করেননি আগে

Last Updated:

ব্রিটেনের র‍য়্যাল পরিবার, তাদের নানা নিয়ম ৷ সকলেই সেই অনুশাসন মেনেই চলতে হয় ৷ এর বাইরে নেই রাজ পরিবারের দুই বউ কেট মিডলটন এবং মেগান মার্কেলও ৷ মেগান বিয়ে হয়ে রাজ পরিবারের নবতম সদস্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ব্রিটেনের র‍য়্যাল পরিবার, তাদের নানা নিয়ম ৷ সকলেই সেই অনুশাসন মেনেই চলতে হয় ৷ এর বাইরে নেই রাজ পরিবারের দুই বউ কেট মিডলটন এবং মেগান মার্কেলও ৷ মেগান বিয়ে হয়ে রাজ পরিবারের নবতম সদস্য ৷ অন্যদিকে কেট সবে সবে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন ৷ আর পাঁচটি পরিবারের মতো ইচ্ছা হলেও বাড়ির দুই বউ একসঙ্গে বেরিয়ে পরতে পারেন না ৷
advertisement

এর আগে কেট ও মেগান নিজের স্বামীদের সঙ্গে বেরিয়েছেন  ৷ কিন্তু দুই জা একসঙ্গে বেরোননি কখনও  ৷ উইম্বলডনের ফাইনাল দেখতে দু‘জনেই হাজির থাকবেন র‍য়্যাল বক্সে  ৷

Photo Courtesy : AP

Photo Courtesy: Serena Williams / Instagram Handle

advertisement

উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি সেরেনা উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কার্বের ৷ সেই ম্যাচ দেখতে হাজির থাকবেন দুই রাজবধূ ৷ সেরেনা উইলিয়ামস মেগানের অনেক  দিনের বন্ধু৷ তাঁর বিয়েতে নিমন্ত্রিতও ছিলেন সেরেনা ৷ এবার ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা সেরেনার ম্যাচ দেখতে হাজির হবেন তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে কেটও উইম্বলডন রয়্যাল বক্সের নিয়মিত সদস্য ৷ মহিলাদের সিঙ্গলস ছাড়াও পুরুষদের সিঙ্গলসও দেখবেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কেট ও মেগান দুই জা, এবার সেই কাজ করবেন যা করেননি আগে