আরও খবর- ফের জিও-র দুর্দান্ত অফার! থাকছে কমপ্লিমেন্টারি Disney+Hotstar সাবস্ক্রিপশন-সহ আরও অনেক কিছু
এই অসামান্য কীর্তির উপহার হিসেবে এবার দুই অ্যাথলিটকে আগামী একবছরের জন্য বিনামূল্যে তাদের বিমানে ভ্রমণের সুবিধা করে দিল ভারতের বিমানসংস্থা ইন্ডিগো (IndiGo) ৷ প্যারালিম্পিক্সে সোনা জয়ী দুই ভারতীয় অ্যাথলিটের জন্য এই উপহার ভারতীয় বিমানসংস্থার ৷ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ক্ষেত্রেই ইন্ডিগোর যে কোনও বিমানে ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে আগামী এক বছরের জন্য বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এই দুই অ্যাথলিট ৷
advertisement
ইন্ডিগোর সিইও রণজয় দত্ত জানান, ‘‘ অবনী এবং সুমিত, আমরা ইন্ডিগোর পক্ষ থেকে প্রত্যেকেই আপনাদের সাফল্যে গর্বিত ৷ আমরা জানি এটা সহজ কাজ ছিল না ৷ আপনারা দেশের গর্ব ৷ আমরা তাই আপনাদের উপহার হিসেবে এক বছরের জন্য বিনামূল্যে বিমানে ভ্রমণের টিকিট দিচ্ছি ৷ ’’
এর আগে এ বছর অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে এই উপহার দিয়েছিল ইন্ডিগো ৷ নীরজের কীর্তিতে উপহার হিসেবে তাঁকে আগামী একবছরের জন্য বিনামূল্যে আনলিমিটেড বিমানে ভ্রমণের সুযোগ করে দিয়েছিল ইন্ডিগো ৷ অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া আগামী ৭ অগাস্ট ২০২২ পর্যন্ত যে কোনও ডেস্টিনেশনে যতবার খুশি ইন্ডিগোর বিমানে চড়ার সুবিধা নিতে পারবেন ৷
আরও খবর- পর্তুগাল জার্সিতে আলির রেকর্ড ভাঙতে নামছেন রোনাল্ডো
ইন্ডিগোর ডিরেক্টর এবং সিইও রণজয় দত্ত জানিয়েছিলেন, নীরজের কীর্তিতে আমরা সবাই দারুণ খুশি ৷ আপনি আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন ৷ আমি জানি ইন্ডিগোর কর্মীরা আপনাকে বিমানে স্বাগত জানাতে মুখিয়ে থাকবেন ৷ আপনাকে আমাদের তরফে আগামী এক বছরের জন্য বিনামূল্যে বিমানভ্রমণের অফার দেওয়া হল ৷