ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিলেন রানিরা। এদিন ম্যাচ শেষে ট্যুইট করেন ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান-- শাহরুখ খান ৷ ট্যুইটারে তিনি লিখলেন, ‘‘ আশাভঙ্গ! কিন্তু উচ্চ যেথা শির। দারুণ খেলেছেন ভারতীয় হকি দলের মেয়েরা। আপনারা দেশের সবাইকে উদ্বুদ্ধ করেছেন। সেটা একপ্রকার জয়েরই শামিল।’’
ম্যাচে হারলেও এদিন একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়েছেন ভারতের মেয়েরা ৷ রানিদের এই লড়াইকে কুর্নিশ জানাতেই হয় ৷ এর আগে ভারতীয় মহিলা দলের অলিম্পিকের সেমিফাইনালে প্রথমবার ওঠা নিয়েও ট্যুইট করেছিলেন শাহরুখ। আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে সোনা জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল ৷ এদিন গ্রেট ব্রিটেনের কাছে হেরে টোকিও অলিম্পিকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতের মহিলা হকি দলকে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2021 11:04 AM IST
