TRENDING:

Shahrukh Khan | India women’s hockey team: ‘আশাভঙ্গ! কিন্তু তোমরা দেশকে গর্বিত করেছ...’ মহিলা হকি দলের প্রশংসায় শাহরুখ ‘কবীর’ খান

Last Updated:

এদিন ম্যাচ শেষে ট্যুইট করলেন ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান- শাহরুখ খান ৷ ট্যুইটারে তিনি লিখলেন, ‘‘ আশাভঙ্গ! কিন্তু উচ্চ যেথা শির। দারুণ খেলেছেন ভারতীয় হকি দলের মেয়েরা।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: পদক জয়ের অনেক কাছাকাছি এসেও খালি হাতেই টোকিও অলিম্পিক্স থেকে ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে ৷ টুর্নামেন্টে চতুর্থ হলেও রানি রামপালদের খেলায় মুগ্ধ প্রত্যেকেই ৷ গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে শুক্রবার ম্যাচে এক সময় ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ভারত। তবে কখনও লড়াই ছাড়েনি ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুই গোল হজম করলেও এরপর তিন গোল করে ম্যাচে ফিরে আসে ভারত। যদিও শেষরক্ষা করতে পারেননি রানি রামপালরা ৷ ৪-৩ গোলে ম্যাচ জেতে ব্রিটেন ৷
advertisement

ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিলেন রানিরা। এদিন ম্যাচ শেষে ট্যুইট করেন ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান-- শাহরুখ খান ৷ ট্যুইটারে তিনি লিখলেন, ‘‘ আশাভঙ্গ! কিন্তু উচ্চ যেথা শির। দারুণ খেলেছেন ভারতীয় হকি দলের মেয়েরা। আপনারা দেশের সবাইকে উদ্বুদ্ধ করেছেন। সেটা একপ্রকার জয়েরই শামিল।’’

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

ম্যাচে হারলেও এদিন একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়েছেন ভারতের মেয়েরা ৷ রানিদের এই লড়াইকে কুর্নিশ জানাতেই হয় ৷  এর আগে ভারতীয় মহিলা দলের অলিম্পিকের সেমিফাইনালে প্রথমবার ওঠা নিয়েও ট্যুইট করেছিলেন শাহরুখ। আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে সোনা জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল ৷ এদিন গ্রেট ব্রিটেনের কাছে হেরে টোকিও অলিম্পিকে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতের মহিলা হকি দলকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Shahrukh Khan | India women’s hockey team: ‘আশাভঙ্গ! কিন্তু তোমরা দেশকে গর্বিত করেছ...’ মহিলা হকি দলের প্রশংসায় শাহরুখ ‘কবীর’ খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল